সম্প্রতি বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে গেটওয়ে অব ইন্ডিয়ায় দেখা গিয়েছে। তাঁরা সেখান থেক𝐆ে স্পিড বোটে করে আলিবাগের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। যদিও তার পরদিনই অনুষ্কা ফিরে আসেন, কিন্তু বিরাট মঙ্গলবার ফিরেছেন। জানা গিয়েছে তাঁদের সেখানকার বাড়ি একেবারে তৈরি। কবে অনুষ্ঠিত হবে তাঁদের গৃহ প্রবেশ?
বুধবার, ১৫ জানুয়ারি ইনস্ট্যান্ট বলিউডের তরফে একটি ভিডিয়ো প্রকাশ্যে আনা হয় যেখানে দেখা গিয়েছে এদিন আবার গেটওয়ে অব ইন্ডিয়া থেকে বিভিন্ন জিনিস নিয়ে স্পিড বোটে করে আলিবাগের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। তাঁদের সঙ্গে ছিলেন তাঁদের কিছু কর্মীও। বলাই বাহুল্য সেসব জিনিস তাঁদের গৃহ প্রবেশের জন্য ছিল। তাঁদের সঙ্গে এদিন একজন পুরোহিতকেও দেখা যায়। ফলে আজই তাঁদের গৃহ প্রবেশ 🌸হল না আগামীকাল সেটা স্পষ্ট নয়। এই তারকা জুটি এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি।
২০২৩𝐆 সালে একটি রিপোর্ট প্রথম জানানো হয় যে আলিবাগে বাড়ি কিনেছেন বিরাট। সেই ভিলা ২০০০ স্কোয়ার ফিট নিয়ে তৈরি। এই বাড়ির জন্য ভারতীয় ক্রিকেটার ৩৬ লাখ টাকার খালি স্ট্যাম্প ডিউটি দিয়েছেন বলেও জানা গিয়েছিল। আর গোটা বাড়িটি বানানোর খরচ পড়েছে প্রায় ১৯ কোটি ২৪🅷 লাখ টাকা।
এই বাড়িতে তাপমাত্রা নিয়ন্ত্রিত পুল আছে। সঙ্গে জ্যাকুজি, ৪ ꩵটি বাথরুম, বিলাসবহুল বাগান, কর্মচারীদের থাকার জায়গায়, পার্কিং আছে অন্যান্য জরুরি জিনিসের সঙ্গে
বিরাট এবং অনুষ্কার বিষয়ে
২০২১ সালে প্রথমবার বাবা মা হন বিরাট এবং অনুষ্কা। ভামিকা ৩ বছর হতেই ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে দ্বিতীᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚয় সন্তান আসে বিরুষ্কার সংসারে। ভূমিষ্ট হয় তাঁদের ছেলে অকায়। অনুষ্কা শর্মাকে শেষবার জিরো ছবিতে দেখা গিয়েছিল শাহরুখের সঙ্গে। আগামীতে তাঁকে চাকদা এক্সপ্রেসে দেখা যাবে।