আগামী মরসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক কে 🍸হবেন? বিরাট কোহলির হাতে কি ফের উঠবে গুরু দায়িত্ব, শেষ কয়েক মাসে এই প্রশ্নই বারবার ঘোরাপেরা করেছে। আসলে ২০২৫ আইপিএলের নিলামের আগেই দলের অ🐷ধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিকে ছেড়ে দেয় আরসিবি। আর এখনও পর্যন্ত তাঁরা কোনও নতুন অধিনায়কের নামই চূড়ান্ত করে জানায়নি।
আরও প༒ড়ুন-চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চেন্নাইতে বোলিং টেস্ট শাকিবের! তামিমকে দলে ফেরা🦹র সুযোগ BCBর!
গতবার রয়্যাল চ্যালেঞ্জার্সের জার্সিতে সর্বোচ্চ রান করেছিলেন বিরাট। আইপিএলে রানের নিরিখে তিনি ছিলেন সবার ওপরে। ওপেনিং করতে নেমে𒁏 ধারাবাহিকভাবে বিরাটের পারফরমেন্স চোখে লেগেছিল। এরপরই আওয়া ওঠে বিরাটের হাতেই ফের একবার আরসিবির অধিনায়কত্বের দায়ভার তুলে দেওয়ার। যদিও 🍌তাঁদের কোচ জানাচ্ছেন, এখনও এই নিয়ে কোও সিদ্ধান্তই নেওয়া হয়নি।
আরও পড়ুন-‘আরও গোল করতে পারতাম’, ৩ 💝গোলে জিতেও বলছেন মোলিনা! লিস্টনের ভাবনায় এখন শুধুই ডার্বি
নিলামের কয়েকদিনই পরই আরসিবির ডিরেক্টর অফ ক্রিকেট মো বোবাট জানিয়ে ছিলেন, ঠিক কি কারণে তাঁরা দল থেকে ডুপ্লেসি, সিরাজদের ছেড়েছিলেন। তখনই একবার বলেছিলেন, বিরাট কোহলিকে নিয়ে অর্থাৎ তাঁর অধিনায়ক হওয়া নিয়ে কোনও💖 সিদ্ধান্তই হয়নি। এবার ফের তাঁদের কোচ অ্যান্ডি ফ্লাওয়ার জানালেন, বি🦹রাটের অধিনায়ক হওয়া নিয়ে কোনও আলোচনা হয়নি। অবশ্য আরসিবিতে এবারে অধিনায়ক হওয়ার মতো ব্যক্তিত্বেরও অভাব রয়েছে।
আরও পড়ুন- BGTতে ব্যর্থ হলেও এখনই অবসর নয় বিরাটের! তবে টেস্ট দলে ঢুকতে দিত💖ে হবে লাল বলে পরীক্ষা!
সম্প্রতি অ্যান্ডি ফ্লাওয়ার জানান, ‘সবাইকেই আরও কি𓆏ছুটা অপেক্ষা করতে হবে এটা জানার জন্য যে কে অধিনায়ক ꦚহচ্ছে। এবার আমরা নতুন একটা সাইকেল বা যুগে ঢুকতে চলেছি আগামী তিন বছরের জন্য। তাই সবাই আগাম অনুমান করতেই পারে। তবে আমায় জিজ্ঞাসা করলে আমি এটুকু বলতে পারি, যে এই নিয়ে এখনও কোনও কথা হয়নি ’।
আরও পড়ুন-সুস্থ হয়ে উঠছেন… চ্যাম্পিয়ন্স ট্রফির দ෴ল ঘোষণার আগেই নির্বাচকদের 🃏বার্তা কুলদীপের!
২০২১ সাল পꦯর্যন্ত বিরাট কোহলি অধিনায়কত্ব করেন নিজের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। এরপর অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ালেও ফের তাঁকে নেতৃত্ব দিতে হয়েছিল ২০২৩ সালে যখন চোটের জন্য ডুপ্লেসি ছিটকে গেছিল। গত বারের আইপিএলে ১৫ ম্যাচে ৭৪১ রান করে দলকে প্লে অফে তুলেছিলেন কোহলি, তাই তাঁর অধিনায়ক হওয়ার বিষয়টি আরও জোরালো হয়েছে। তবে তিনি এই দায়িত্বন নিতে রাজি হবেন কিনা, সেটার উত্তর সময়ই দেবে। এবারে রয়্যাল চ্যালেঞ্জার্সে রয়েছে ফিল সল্ট,জোশ হেজেলউডের মতো তারকা ক্রিকেটাররা। ফলে তাঁদের দল এবারে বেশ শক্তিশালী।