ইংল্যান্ড সফরের প্রস্🉐তুতির জন্য কাউন্টি খেলবেন বিরাট কোহলি? বৃহস্পতিবার সকালের দিকে আচমকা সেই বিষয়টি নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল। ওই মহলের তরফে দাবি করা হচ্ছিল যে আইপিএলের পরে কাউন্টি খেলতে যেতে পারেন বিরাট। তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে খেলবেন। যদিও যা সূচি, তাতে সেটা কার্যত সম্ভব নয়। ইংল্যান্ড সিরিজের আগে কাউন্টি খেলতে চাইলে আইপিএলের কয়েকটি ম্যাচে থাকতে পারবেন না বিরাট। আর পুরো আইপিএল খেলে কার্যত কাউন্টি খেলার কোনও𒊎 সুযোগই পাবেন না।
IPL-র ফাইনাল ২৫ মে, কীভাবে সুযোগ হবে বিরাটের?
কারণ এবার আইপিএল 💟শুরু হবে আগামী ১৪ মার্চ থেকে। ফাইনাল হবে আগামী ২৫ মে। অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) যদি আইপিএলের ফাইনালে ওঠে, তাহলে ২৫ মে পর্যন্ত থাকতে হবে বিরাটকে (যদি না আরসিবি আগে ছেড়ে দেয়)। আর আরসিবি যদি প্লে-অফে নাও ওঠে, তাহলে কিছুটা আগেই ইংল্যান্ডে যাওয়ার সুযোগ পাবেন। তবে সেটাও খুব বেশি আগে হবে না। মেরেকেটে মে'র মাঝামাঝি সময় হবে।
কাউন্টি ও ভারত-ইংল্যান্ড সিরিজের সূচি
সেই পরিস্থিতিতে বিরাট ইংল্যান্ডে চলে গিয়ে কাউন্টি খেলার সিদ্ধান্ত যদি নেন, তাহলেও দুটির বেশি ম্যাচ খেলতে পারবেন না। সূচি অনুযায়ী, ৪ এপ্রিল থেকে কাউন্টি শুরু হচ্ছে। সপ্তম রাউন্ডের কাউন্টির ম্যাচ শুরু হবে ১৬ মে থেকে। আরসিবি যদি প্লে-অফে উঠতে না পারে, তাহলে সেই🌜 ম্যাচটা খেলার একটা সুযোগ পেতে পারেন বিরাট। সেইসঙ্গে অষ্টম রাউন্ডের ম্যাচ খেলতে পারবেন।ꦯ যা শুরু হচ্ছে ২৩ মে থেকে।
কাউন্টির নবম রাউন্ড যতদিনে শুরু হবে, ততদিনে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু হয়ে যাবে। কাউন্টির নবম রাউন্ড শুরু হবে ২২ জুন থেকে। আর ২০ জুন থেকে ভারত-ইংল্যান্ডের সিরিজের প্রথম টেস্ট শুরু হবে লিডসে। অর্থাৎ ২০২৪ সালের বিভাষিকাময় ফর্মের পরে ইংল্যান্ডের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে বিরাট যে কাউন্টি খেলবেন, সꦍেটার কার্যত কোনও সুযোগ পাবেন না।
আরও পড়ুন: Virat Kohli: ওঁকে বা🍸দ দেওয়ার দাবি উঠছে, সেটা ভালো করেই জানে বিরাট, মꦓন্তব্য প্রাক্তন পেসারের
বাস্তবে কাউন্টিতে বিরাটের খেলার সম্ভাবনা কার্যত নেই!
সংশ্লিষ্ট মহলের মতে, যেরকম সূচি পড়েছে, তাতে বিরাটের পক্ষে কাউন্টি খেলা সম্ভব নয়। আজ ভারত থেকে রওনা দিলাম, কাল ইংল্যান্ড পৌঁছে খেলতে নেমে গেলাম - সেটা হয় না। ফলে বাস্তবিক দিক থেকে বিচার করলে বি𒁃রাটের পক্ষে কাউন্টি খেলা সম্ভব নয়। একমাত্র যদি আরসিবি বিরাটকে আগে ছেড়ে দিতে রাজি হয়, তখন তিনি সেই সুযোগ পেতে পারেন। তবে সেটার সম্ভাবনা ঠিক ততটাই, যতটা ভারতের এবার তৃতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা আছে। ফলে সম্ভবত আইপিএল থেকে সোজা টেস্ট সিরিজে নামতে হবে বিরাটকে (যদি না কোনও প্রস্তুতি ম্যাচ খেলে ভারত)।
আর অতীতে আইপিএল ফাইনালের সপ্তাহখানেকের মধ্যেই ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছেন ভারতীয় দলের খেলোয়াড়রা। অল্প কয়েকদিনের💖 অনুশীলনে ফাইনালে খেলতে নেমেছিলেন। আর এব𓄧ার তো নেহাতই দ্বিপাক্ষিক সিরিজ একটা!