๊ বলিউডে তিনি একের পর এক আইটেম সংয়ে নেচেছেন, শরীরী ভাষায় ঝড় তুলেছেন অনুরাগীদের মনে। তাঁর স্টেপ, এক্সপ্রেশনে বারবার মুগ্ধ হয়েছেন দর্শকরা। এবার সেই নার্গিস ফাখরি খোদ মুখ খুললেন আইটেম সংয়ে নাচার অভিজ্ঞতা নিয়ে। কী কী জানালেন নার্গিস?
আইটেম সং নিয়ে কী বললেন নার্গিস?
ꦑরকস্টার বা ম্যায় তেরা হিরোর মতো ছবিতে কাজ করার পর কেন তিনি বলিউড থেকে সরে যান, কোন ঘটনা তাঁকে সেটা করতে বাধ্য করেছিল সেটাই জানালেন তিনি এদিন। একই সঙ্গে কথা বললেন যে তিনি কেন আইটেম সংয়ে নাচ করেন আর সেই বিষয়টা নিয়ে মানুষের মনোভাব কী।
🎉সম্প্রতি সুভাষ কে ঝা-কে দেওয়া একটি সাক্ষাৎকারে নার্গিস ফাখরি বলেন যে তাঁর বেশ কিছুটা সময় লেগেছিল বলিউডের এই নাচের সংস্কৃতিটার সঙ্গে অভ্যস্ত হতে। যদিও সেটা ধীরে ধীরে রপ্ত করে ফেলার পর তাঁর এটা করতে বেশ ভালোই লাগে। যদিও আইটেম সংয়ের সঙ্গে নেতিবাচক একটি দৃষ্টিভঙ্গি জড়িয়ে থাকে বলেই তিনি জানান এদিন। তাঁর কথায়, 'যখন কেউ বলে যে কোনও মেয়ে আইটেম সংয়ে নাচ করছে, তখন সেটা যে তিনি খুব একটা ভালো ভাবে দেখছেন বা বলছেন সেটা নয়। আমার কাছে বলিউডের নাচ এলিয়েনের মতো ছিল। আমি শিখতে শিখতে সেটা উপভোগ করেছি।'
𓆏তিনি এদিন আরও বলেন, 'যদিও এতে অনেক বুকের ওঠা নামানো, বুক দুলানো থাকে, সেটা আমার প্রথম দিকে কঠিন মনে হতো। কিন্তু তারপর ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাই।'
ꦕযদিও নার্গিস জানান একটি অপ্রত্যাশিত এবং দুঃখজনক ঘটনার কারণেই তিনি বলিউডের থেকে দূরে সরে গিয়েছেন। কিন্তু সেটা কী কারণ সেটা তিনি বিস্তারিত ভাবে বলেননি। যদিও বলিউডে বেশ কিছু অসাধারণ মানুষের সঙ্গে তাঁর আলাপ হয়েছে কাজ করেছেন বলেও জানান।
𒁏নার্গিস ফাখরিকে শেষবার ২০২৩ সালে তাতলুবাজ সিরিজে দেখা গিয়েছে। জি ফাইভে দেখা যায় সেই সিরিজ। তিনি ২০১১ সালে রণবীর কাপুরের বিপরীতে রকস্টার ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন। এরপর শাহিদ কাপুরের সঙ্গে ধাতিং নাচ গানটিতে নাচেন। বরুণ ধাওয়ানের সঙ্গে করেন ম্যায় তেরা হিরো ছবিটি।