আইপিএলের থেকে বাংলাদেশের ঢাকা প্রিমিয়র লিগে খেলা কঠিন, এমনই দাবি করেﷺ বসলেন ভারতীয় ঘরোয়া ক্রিকেটের চেনা মুখ পারভেজ রসুল। ভারতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটারে𒊎র এমন দাবি শুনে অনেকেই কিছুটা অবাক হয়েছেন। যদিও পরে এর কারণও নিজেই জানিয়েছেন কাশ্মীর থেকে উঠে আসা এই স্পিনার অলরাউন্ডার।
আরও পড়ুন- BGTতে ব্যর্থ হলেও এখনই অবসর নয় বিরাট🥃ের! তবে টেস্ট দ💮লে ঢুকতে দিতে হবে লাল বলে পরীক্ষা!
তিনি খেলার মানের দিক থেไকে মোটেই ঢাকা প্রিমিয়র লিগকে এগিয়ে রাখেননি। তিনি বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি লিগের নিয়মের জেরে দাবি করেছেন, সেই লিগে খেলা কঠিন। যদিও তিনি বলতে চেয়েছেন ডিপিএলের কয়েকটি বিরক্তিকর নিয়মের কথা। সেকথা বলতেই গিয়েই তাঁর মুখে🏅 শোনা গেছে এই উক্তি।
আরও পড়ুন-২০২২🌊 সালের ঘটনা নিয়ে প্রশ্ন! রেগে ✃সাংবাদিক সম্মেলন ছেড়েই বেরিয়ে গেলেন জকোভিচ
আইপিএলে যে সব ক্রিকেটাররা দল পাননা, তাঁরাই বাংলাদেশের ঢাকা প্রিমিয়র লিগে খেলে থাকেন। এই যেন পরভেজ রাসুলও দল না পেয়েই খেলতে গ𓆏েছিলেন ঢাকায়, কিন্তু সেখানেই তিনি লক্ষ্যে করেছেন অদ্ভূত এক নিয়ম। সচরাচর আইপিএলসহ বিশ্বের বহু ফ্র্যাঞ্চাইজি লিগই ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করে গোটা প্রতিযোগিতার হিসেবে। যদিও ঢাকা প্রিমিয়র লিগে চুক্তি হয় মাত্র কয়েকটা ম্যাচ হিসেবে। ২০১৪ সালে কাশ🉐্মীরের প্রথম ক্রিকেটার হিসেবে জাতীয় দলের হয়ে খেলেন রসুল।
আরও পড়ুন-SA20র 🍒ম্যাচে দুরন্ত ক্যাচ ব্রেভিসের! সাজঘরে ফিরলেন ডুপ্লেসিস! তবু জিতল জ꧒োবার্গই
ঢাকা প্রিমিয়র লিগের ম্যাচ গুলো হয় ৫০ ওভারের। সেই লিগে ﷽খেলার অভিজ্ঞতা নিয়েই আরসিব🍸ির প্রাক্তন অলরাউন্ডার বলছেন, ‘আমি পাঁচ বছর বাংলাদেশে খেলেছি ঢাকা প্রিমিয়র লিগে। আমি আইপিএলেরও খেলেছি। তবে ঢাকা প্রিমিয়র লিগকেই সব থেকে কঠিন বলে মনে করি। কারণ আইপিএলে তুমি খেলো কি না খেলো, তুমি চুক্তিপত্র পাবে গোটা মরসুমের ’।
এরপরই বাংলাদেশের ঢাকা প্রিমিয়র লিগের কথা বলতে গিয়ে রসুল 🌼জানান, ‘দলের পারফরমেন্সের ওপর নির্ভর করে ক্রিকেটার এই লিগে থাকবে কিনা। আইপিএলে ভালো না খেললও তুমি দলের সঙ্গে থেকে যাও, কিন্তু ঢাকা প্রিমিয়র লিগে চুক্তি হয় ২ ম্যাচের। আমি নাম নেব না, অনেক বড় বড় তারকাকে দেখেছি এখানে ভালো পারফরমেন্স করতে না পারায় মাঝপথেই দেশে ফিরে 𓃲গেছে ’।