Updated: 15 Jan 2025, 11:22 PM IST
Laxmishree Banerjee
মঙ্গলবার ভরদুপুরের বাড়ি বিপজ্জনকভাবে হেলে পড়ার পর থেকেই শুরু হয়েছে বাড়ি ভাঙার কাজ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন ৯৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদারও। বেশ কিছু বছর আগে জলাভূমি ভরাট করে বেআইনিভাবে এই চারতলা বাড়ি নির্মাণ করা হয় বলে অভিযোগ স্থানীয়দের। মাসখানেক আগে ওই ফ্ল্যাটবাড়িতে ফাটল ধরে। তারপর থেকেই বিপজ্জনকভাবে হেলে পড়েছিল বাড়িটি। পুরসভার অনুমোদন ছাড়াই সোজা করার কাজ করেও লাভ হয়নি। অবশেষে বুধবার সম্পূর্ণ হেলে পড়ে বাড়িটি। জানা গিয়েছে, বাড়ি হেলে পড়ার রাত থেকেই প্রোমোটার ফেরার। খোঁজ চলছে।