অবশেষে ১৫ মাসের রক্তক্ষয়ী গাꦉজার যুদ্ধের অবসান হতে চলেছে।
গাজার যুদ্ধে বন্ধের ব্যাপারে ইজরায়েল ও হামাস চুক্তি করেছে বলে খবর। প্যালেস্তানীয় জেলবন্দিদের বিনিময়ে ইজরা💝য়েলি যুদ্ধবন্দিদের মুক্তি দেওয়ার ব্যাপারেও একটা সিদ্🎶ধান্ত হয়েছে বলে খবর।
বুধবার গাজায় ইজরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ অবসানের জন্য একটি পর্যায়ক্রমিক চুক্তি🍨তে পৌঁছেছেন আলোচনাকারীরা। খবর রয়টার্স সﷺূত্রে।
এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, চ🎃ুক্তিতে ছয় সপ্তাহের প্রাথমিক যুদ্ধবিরতি পর্যায়ের রূপরেখা রয়েছে এবং এতে গাজা উপত্যকা থেকে ধীরে ধীরে ইজরায়েলি বাহিনী প্রত্যাহার এবং ইজরায়েলের হাতে আটক প্য়ালেস্তানীয় বন্দীদের বিনিময়ে হামাসের হাতে আটক অন্যান্যদের মুক্তি অন্তর্ভ🍃ুক্ত রয়েছে।
প্রথম ধাপে ৩৩ জন ইসরায়েলিকে মুক্তি 🍌দেওয়া♏ হবে, যাদের সবাই নারী, শিশু ও ৫০ বছরের বেশি বয়সি পুরুষ।
দ্বিতীয় পর্যায় বাস্তবায়নের আলো🐎চনা প্রথম ধাপের ১৬তম দিনে শুরু হবে এবং এতে অবশিষ্ট সকল ইজরায়েলির মুক্তি, একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইজরায়েলি বাহিনী স🌄ম্পূর্ণ প্রত্যাহার অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে।
তৃতীয় ♊ধাপে বাকি সব মৃতদেহ ফিরিয়ে আনা এবং মিশর, কাতার ও জাতিসংঘের তত্ত্বাবধানে গাজার পুনর্গঠন শুরু হবে বলে আশা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের সমর্থনে মিশর ও কাতারি মধ্যস্থতাকারী🐠দের কয🐎়েক মাস ধরে চলা আলোচনার পর আমেরিকা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের ঠিক আগে এই চুক্তি হল।
গাজার প্রভাবশালী ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস রಞয়টার্সকে জানিয়েছে, তাদের প্রতিনিধি দল যুদ্ধবিরতি চুক্তি ও ইজরায়েলিদের ফেরত পাঠানোর বিষয়ে মধ্যস্থতাকারীদের অনুমোদন দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এর আগে রয়টার্সকে জানিয়েছিলেন, হামাস যুদ্ধবিরতি ও ইজরায়েলিদের প্রত্🧸যাবর্তনের প্রস্তাবে মৌখিক অনুমোদন দিয়েছে এবং চূড🍸়ান্ত লিখিত অনুমোদনের জন্য আরও তথ্যের অপেক্ষায় রয়েছে।
যদি সফল꧟ হয়, তবে পরিকল্পিত পর্যায়ক্রমিক যুদ্ধবিরতি যুদ্ধ বন্ধ করতে পারে।
এদিকে একটি অমীমাংসিত প্রশ্ন হল যুদ্ধের পরে কে গাজা চালাবে?
ইজরায়েলের বিদেশমন্ত্রী গিড🍸ি🧸ওন সার বলেছেন, তিনি ইউরোপ সফর সংক্ষিপ্ত করে রাতারাতি দেশে উড়ে যাচ্ছেন নিরাপত্তা মন্ত্রিসভা ও চুক্তির ওপর সরকারের ভোটাভুটিতে অংশ নিতে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস নেতৃত্বাধীন বন্দুকধারীরা নিরাপত্তা বেষ্টনী ভেঙে ইজরায়েলি সীমান্তবর্তী এলাকায় ঢুকে ১𒆙২০০ সেনা ও অসামরিক নাগরিককে হত্যা এবং ২৫০ জনেরও বেশি বিদেশি ও ইজরায়েলিকে অপহরণ করার পর ইজরায়েলি সেনারা গাজায় হামলা চালায়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গাজায় ইজরায়েলের বিমান ও স্থল যুদ্ধে ৪৬,০০০ এরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং উপকূলীয় এলাকাটি ধ্বংসস্তূপের একটি পতিত ভূমিতে পরিণত হয়েছে যেখানে কয়েক হাজার বাস্তুচ্যুত মানুষ শীতের ঠান্ডায় তাঁবু এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্রꦕে একটু বেঁ💖চে থাকার জন্য লড়াই করছে। খবর রয়টার্স সূত্রে।
মধ্য গাজার দেইর এল-বালাহ এবং অন্যান্য এলাকায় এএফপির সাংবাদিকরা দেখেছেন, লোকজন দলবদ🅘্ধভাবে জড়ো হচ্ছেন, আলিঙ্গন করছেন এবং তাদের মোবাইল ফোন দিয়ে⛦ ছবি তুলছেন। খবর এএফপি সূত্রে।