ꦆকরিনা কাপুর বৃহস্পতিবার সকালে বান্দ্রা পুলিশের কাছে তাঁর স্বামী তথা অভিনেতা সইফ আলি খানের উপর হামলার বিষয়ে তাঁর স্টেটমেন্ট রেকর্ড করেছেন। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় তাঁর বাড়িতে পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে এই বয়ান রেকর্ড করা হয়।
🍌পুলিশ এখনও পর্যন্ত এই হামলার ঘটনায় ৩০টিরও বেশি বয়ান রেকর্ড করেছে। মুম্বই পুলিশ ক্রাইম ব্রাঞ্চের ১০টি দল নিয়ে তদন্ত শুরু হলেও তাঁরা মোট ২০টি দল গঠন করেছে। বান্দ্রা এলাকার সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করা হয়েছে ইতিমধ্যেই। তাছাড়াও তিন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এর আগে সইফ আলি খানের গৃহসহায়ক কর্মীদের জিজ্ঞাসাবাদের জন্য বান্দ্রা থানায় আনা হলেও, পরে তাঁদের চলে যাওয়ার অনুমতি দেওয়া হয়।
আরও পড়ুন: ꧑সইফকে নিয়ে উদ্বিগ্ন মা! সৌমিত্রর জন্মবার্ষিকীতে কলকাতায় আসবেন না শর্মিলা
💃তাছাড়াও, যে অটোরিকশা করে সইফকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেই অটোর চালকও ঘটনার বিবরণ দিয়েছেন। জানিয়েছেন কীভাবে তিনি সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন। সংবাদসংস্থা এএনআই-কে তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ২টো নাগাদ তিনি এক মহিলাকে অটোরিকশা ভাড়া করার চেষ্টা করতে দেখেন। এর পরপরই তিনি ঘটনাস্থলের কাছে গিয়ে দেখেন রক্তাক্ত অভিনেতা গেট থেকে বেরিয়ে আসছেন, সঙ্গে আরও কয়েকজন।
আরও পড়ুন:൩ ‘সোজাসুজি জিগ্গেস করুন’, সইফকে ছুরি দিয়ে কোপানোর ঘটনা, সাংবাদিকের প্রশ্নে বিরক্ত শাহিদ!
🐭গাড়ির চালক জানিয়েছেন, অভিনেতার ঘাড় ও পিঠ থেকে রক্তক্ষরণ হচ্ছিল। তিনি বলেন, ‘আমি রাতে গাড়ি চালাই। রাত ২-৩ টে নাগাদ দেখি এক মহিলা অটো ভাড়া করার চেষ্টা করছেন, কিন্তু কেউ গাড়ি থামাচ্ছে না। আমি একটা ইউ-টার্ন নিয়ে গেটের কাছে আমার গাড়ি নিয়ে যাই। রক্তাক্ত এক ব্যক্তি বেরিয়ে আসেন, সঙ্গে আরও ২-৪ জন। তাঁরা তাঁকে অটোতে তুলে লীলাবতী হাসপাতালে নিয়ে যেতে বললেন। ওদের ওখানে নামিয়ে পরে জানতে পারি উনি সইফ আলি খান ছিলেন। ওঁর ঘাড় ও পিঠ থেকে ক্রমাগত রক্তক্ষরণ হচ্ছিল।’
🍰প্রসঙ্গত, ১৫ জানুয়ারি ভোরে ঘটনাটি ঘটে। ডাকাতদের আটকাতে গিয়ে সইফ আহত হন। যখন ডাকাতরা আসে তখন সইফ এবং পরিবারের অন্যান্য সদস্যরা ঘুমিয়ে ছিলেন। পরে বিষয়টা টের পেয়ে নায়ক ডাকাতদের বাধা দিতে গেলে, তাদের সঙ্গে ধস্তাধস্তির জড়িয়ে পড়েন। সেই সময়ই সইফকে ছুরিকাঘাত করা হয়। এর ফলে গুরুতর জখম হন অভিনেতা। বর্তমানে তাঁকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়।
♍লীলাবতী হাসপাতালে সইফের অস্ত্রোপচার হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মেরুদণ্ডে ছুরি লেগেছে। সইফের স্পাইনাল কর্ডে বড়সড় চোট লেগেছে। অভিনেতার মেরুদণ্ড থেকে আড়াই ইঞ্চি লম্বা ছুরির ফলা বের করা হয়েছে। তবে বর্তমানে সইফ বিপদ মুক্ত বলে ডাক্তাররা জানিয়েছেন।