পরিবার নিয়ে ভারতীয় বোর্ডের (বিসিসিআই) ফতোয়াই পরেই কি রোহিত শর্মাকে চেপে ধরলেন ব🍬াকি খেলোয়াড়রা? তাঁর কথায় তেমনই ইঙ্গিত মিলল। আর সেই পুরো বিষয়টি সামনে এসেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করার ঠিক আগে। দল ঘোষণার জন্য আজ সাংবাদিক বৈঠকে আসেন ভারতীয় অধিনায়ক এবং নির্বাচক প্রধান অজিত আগরকর। সেইসময় আগরকরের উদ্দেশ্যে রোহিত বলতে থাকেন, পরিবার নিয়ে যে নিয়ম চালু করা হয়েছে, সেটা নিয়ে তাঁকে সবাই জিজ্ঞ𝄹াসা করছেন। তাই সাংবাদিক বৈঠকের পরে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়ার সঙ্গে কথা বলতে হবে বলে জানান রোহিত।
'ফ্যামিলি-ট্যামিলির ব্যাপার' নিয়ে কথা বলতে হবে রোহিতকে
সাংবাদিক বৈঠক শুরুর ঠিক আ♌গে আগরকরের দিকে তাকিয়ে রোহিত বলতে থাকেন, ‘আমায় তো আরও এক থেকে দেড় ঘণ্টা বসতে হবে। (বিসিসিআইয়♈ের) সচিবের সঙ্গে আলোচনায় বসতে হবে। কিছুটা কথা বলতে হবে। এইসব ব্যাপার, ফ্যামিলি-ট্যামিলির ব্যাপার...আর সবাই আমায় বলছে……।’
তারপরই সাংবাদিক বৈঠকের প্রশ্ন এসে যাওয়ায় সেই প্রসঙ্গটা থামিয়ে দেন রোহিত। আগরকর অবশ্য কিছু বলেননি। কিন্তু মাইক চালু থাক🌠ায় রোহিতের সেই সংক্ষিপ্ত কথা ধরা পড়ে যায়। আর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরꦐাল হয়ে গিয়েছে। নেটিজেনরা বলতে শুরু করেছেন, ক্যাপ্টেন হিসেবে শেষ ছ'টি টেস্টের মধ্যে পাঁচটিতেই হেরেছেন রোহিত। প্রকৃতির দয়ায় একটি টেস্টে কার্যত নিশ্চিত হার থেকে রক্ষা পেয়েছেন। ব্যাট হাতেও একেবারে ছন্দে ছিলেন না। তবে সাংবাদিক বৈঠকে মোটামুটি চেনা ছন্দেই আছেন ভারতীয় অধিনায়ক রোহিতকে।
প্লেয়ারদের ব্যর্থতার 'কোপ' স্ত্রী'র উপরে
আর রোহিত যে ‘ফ্যামিলি-ট্যামিলি’-র নিয়মের কথা বলেছেন, তা সম্প্রতি বিসিসিআইয়ের তরফে জারি করা হয়েছে বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, নিউজি🦂ল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে ভারতীয় খেলোয়াড়দের ব্যর্থতার পরে তাঁদের স্ত🌠্রী বা পরিবারের সদস্যদের উপরে ‘কোপ’ নেমে এসেছে।
নয়া নিয়ম অনুযায়ী, ৪৫ দিনের বেশি বিদেশ সফরের ক্ষেত্রে কোনও খেলোয়াড়ের সঙ্গে তাঁর স্ত্রী এবং সন্তান থাকতে পারবেন দু'সপ্তাহ। সেই নিয়মের ব্যতিক্রম হতে পারে স্রেফ অধিনাജয়ক, কোচ এবং জেনারেল ম্যানেজারের (অপারেশন) অনুমতি পেলে। সেইসঙ্গে আরও একাধিক নিয়ম জারি করেছে বিসিসিআই।
আগরকরের সাফাই, গুগলি রোহিতের
যদিও সেই বিষয়টি নিয়ে বেশি হইচই করতে চাননি নির্বাচক প্🌜রধান আগরকর। রোহিতের পাশে বসেই তিনি বলেন, ‘প্রতিটি দলেরই কোনও না কোনও নিয়ম আছে। যখন খেলেন, তখন আপনাকে সেই নিয়ম মেনে চলতে হয়। এটা স্কুল নয়, এটা শাস্তি নয়। আপনি শুধুমাত্র কয়েকটি বিষয় প্রথম থেকেই অনুসরণ করে আসেন। যে কাজটা প্রতিটি দলই করে থাকে। এমনিতেই সেই নিয়মগুলো আগে থেকেই ছিল।’ যদি কিছুক্ষণ পরেই রোহিত আবার বলেন, ‘আপনাদের এই নিয়মগুলো🔥র ব্যাপারে কে বললেন? বিসিসিআইয়ের অফিসিয়াল হ্যান্ডেল থেকে সেটা দেওয়া হয়েছে? সরকারিভাবে আসুক নিয়মটা।’