২০২৪ সালের শুরুটা শ্রেয়স আইয়ারের জন্য একদম ভালো যায়নি। নিজের রা♛জ্য সংস্থার 𒆙দল মুম্বইয়ের হয়ে না খেলে ব্যক্তিগতভাবে আইপিএলের অনুশীলন করায় তিনি বিসিসিআইয়ের রোষের মুখে পড়েন। ভারতীয় দল থেকে বাদ পড়ার পর কেন্দ্রীয় চুক্তিও দেওয়া হয়নি তাঁকে। টি২০ বিশ্বকাপের দলেও রাখা হয়নি সেই সময়ের কেকেআর অধিনায়ককে।
শ্রেয়সের হাত ধরে ট্রফি জেতে নাইটরা-
মাঠেই অবশ্য জবাব দেন মুম্বইকর ব্যাটার। প্রথমে রঞ্জি ট্রফির ফাইনালে নেবে ট্রফি জেতেন। এরপর আইপিএলে ব্যাট হাতে তেমন বড় রান না পেলেও তিনি দলকে ২০২৪ ইন্ডিয়𒁃ান প্রিমিয়র লিগে চ্যাম্পিয়ন করেন। তাঁর হাত ধরেই কলকাতা নাইট রাইডার্সের ১০ বছরের ট্রফির খরা কাটে, ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে হেলায় উড়িয়ে দেয় নাইটরা।
পরপর সাফল্য পান শ্রেয়স আইয়ার-
এরপর তিনি জাতীয় দলে হয়ে সিমিত ওভারের ফরম্যাটে অবশেষে প্রত্যাবর্তন করেন। সেখা🍌নে তেমন নজর না কাড়লেও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যান। একে একে সৈয়দ মুস্তাক আলি প্রতিযোগিতা থেকে ই🙈রানি কাপ, সবেতেই মুম্বই দল নিজেদেল শ্রেষ্ঠত্ব কায়েম করে। যার সাক্ষী থাকেন শ্রেয়স। নভেম্বর মাসটি ছিল তাঁর ক্রিকেট জীবনের অন্যতম সব থেকে গুরুত্বপূর্ণ দিন। ওইদিন ২৬.৭৫ কোটি টাকায় তাঁকে আইপিএল নিলাম থেকে দলে নেয় পঞ্জাব কিংস ফ্র্যাঞ্চাইজি।
ফ্যানের মন জিতলেন শ্রেয়স-
সম্প্রতি তাঁর নাম পঞ্জাব কিংসের নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি। এবার সেই শ্রেয়স আইয়ারকেই দেখা গেল একদম ফিলগুড মেজাজে। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক রেস্তোরাঁয় বসে রয়েছেন শ্রেয়স আইয়ার। সেখানে তাঁর কাছে এক মহিলা ফ্যান গিয়ে অটোগ্রাফ চান। এরপর🍸 সেই ফ্যানের নাম জানতে চান শ্রেয়স, লিখে দেন ছোট্ট নোটও। এরপর সেই মহিলার সঙ্গে সেলফিও তোলেন তিনি।
আরও♊ পড়ুন-'ওরা যখন বুঝবে, নিজেরাই সরে দাঁড়াবে! কোহলি-রোহিতের অবসর জল্পনায় বার্তা কপিল দেবের
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডাক পেতে পারেন শ্রেয়স-
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একদিনের দলে ফিরতে পারেন শ্রেয়স আইয়ার। মিডল অর্ডার মজবুত করার লক্ষ্যে আইপিএলজয়ী অধিনায়ককে ফের দলে ফেরাতে পারে বিসিসিআইয়ের নির্বাচক কমিটি। তিনি ২০২৩ ওডিআই বিশ্বকাপেও খেলেছিলেন। নজরকাড়া শতরানও করেছিলেন। তাই🌳 আইসিসি ইভেন্ট খেলার অভিজ্ঞতার কথা মাথায় রেখেই তাঁকে দলে রাখা হতে পারে।