꧟ অস্ট্রেলিয়ান সমর্থকটা বরাবরই মাঠে গিয়ে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের বিভিন্ন ধরনের বিদ্রুপ বা কটুক্তি করে থাকেন। সেটা ক্রিকেট মাঠে হোক বা টেনিস কোর্টে । আর প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা যদি মানসিকভাবে শক্তিশালী হন তারাও সুদে আসলে উত্তর ফিরিয়ে দেন, এমনটাই চলে আসছে দীর্ঘদিন ধরে।
🍃মাত্র কয়েক সপ্তাহ আগের কথা বিরাট কোহলি এবং স্যাম কনস্টাসের মধ্যে বিবাদের জেরে অস্ট্রেলিয়ান সমর্থকরা মেলবোর্ন এবং সিডনিতে টানা কটুক্তি করে যান বিরাট কোহলিকে। গালিগালাজ করতেও দেখা যায় অস্ট্রেলিয়ানদের। পাল্টা বিরাট কোহলিও ছাড়েনি তাদের। কয়েক বছর আগে স্যান্ডপেপার গেটের কথা বিরাট মনে করিয়ে দিয়েছিলেন।
꧂আরও পড়ুন-'ওরা যখন বুঝবে, নিজেরাই সরে দাঁড়াবে! কোহলি-রোহিতের অবসর জল্পনায় বার্তা কপিল দেবের
🔯এবার অস্ট্রেলিয়ান ওপেনে মার্কিন টেনিস তারকাকেও অযথা কটুক্তি করার চেষ্টা করলেন সমর্থকরা। মেলবোর্ন পার্কের ম্যাচে মার্কিন টেনিস তারকা ড্যানিয়েল কলিন্সকে টানা বিদ্রুপ করে যান অজি সমর্থকরা। কারণ বলতে একটাই কলিন্সের ম্যাচ ছিল অস্ট্রেলিয়ার ডেস্টানি আইয়াভার বিরুদ্ধে। পালটা অজিদের মোক্ষম জবাব দিয়েছেন সাংবাদিক সম্মেলনে এসে ড্যানিয়েল কলিন্স। তিনি ঘুরিয়ে বলেন যারা অস্ট্রেলিয়ার ওপেনে তাকে কটুক্তি করছেন তারাই কিন্তু দিনের শেষে তার বিল মেটাচ্ছেন।
ꦦআরও পড়ুন-BGTতে শতরান! IPLএ ৬ কোটি! ধন্যবাদ জানাতে হাঁটু ভেঙে তিরুপতি মন্দিরে উঠলেন নীতীশ রেড্ডি
𝓰দর্শকদের কটুক্তি বা বিদ্রুপে যে তার খেলায় প্রভাব পড়ে না সেটা ম্যাচের ফল দেখেই বোঝা যাচ্ছে। খেলার ফল ৭-৬,৪-৬,৬-২। আর সাংবাদিক সম্মেলনে এসে মার্কিন টেনিস তারকা ধুয়ে দিলেন অজিদের। তিনি বললেন, ' আমি ম্যাচের সময় দেখছিলাম দর্শকরা আমাকে কটুক্তি করছে। তবে আমার সেটা ভালোই লেগেছে। যে দর্শকদের মধ্যে একটা আলাদা এনার্জি থাকে তাদের সামনে খেলে মজা লাগে। সে তারা যারই সমর্থক হোক না কেন। এই বিষয়টি আমাকে আরো মোটিভেট করে। খেলোয়াড় হিসেবে আমি বলতে পারি যখন কেউ তোমাকে অপছন্দ করার পরেও বা ঘৃণা করার পরেও তোমার খেলা দেখতে আসে, তখনই আমি নিজেকে বোঝাবার চেষ্টা করি যে ওরা টাকা দিয়েছে যে টিকিট কিনছে সেই টিকিটের টাকা তো ড্যানিয়েল কলিন্সের ফান্ডেই যাচ্ছে। তাই তারা খেলা দেখতে আসুক, আমার ভালই লাগছে'।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।