🍬 প্রেম বয়স, জাত, ধর্ম কিছুই মানে না। এই সমস্ত কথা অনেকবার সিনেমা বা সিরিয়ালে শুনে থাকবেন আপনি। তবে রোডিজ খ্যাত রঘু রামের জীবনে এই কথাই বাস্তবে পরিণত হয়েছিল। স্ত্রীর থেকে ১৪ বছর বড় হওয়া সত্ত্বেও বিবাহিত জীবনে কোনও সমস্যা হয়নি রঘুর।
꧋২০০৬ সালে সুগন্ধা গর্গকে বিয়ে করেছিলেন রঘু। পারিবারিক সমস্যা থাকার জন্য ২০১৮ সালে দুজনের পথ আলাদা হয়ে যায়। এরপর মোটামুটি কাজ নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। বিয়ে নিয়ে তেমন চিন্তা ভাবনা ছিল না। কিন্তু ভাগ্যের লিখন তো খন্ডানো যায় না। তাই ১৪ বছরের ছোট ইতালীয় কানাডিয়ান ধ্রুপদী ক্রসওভার গায়িকা নাটালি ডি লুসিওর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রঘু।
আরও পড়ুন: ♒‘সোজাসুজি জিগ্গেস করুন’, সইফকে ছুরি দিয়ে কোপানোর ঘটনা, সাংবাদিকের প্রশ্নে বিরক্ত শাহিদ!
আরও পড়ুন:🍌 'রক্তাক্ত অবস্থাতেও তৈমুরের হাত ধরে সিংহের মতো হাসপাতালে ঢোকেন' সইফ
ཧ১৪ বছর পার্থক্য থাকা সত্ত্বেও কীভাবে হঠাৎ রঘুর প্রেমে পড়লেন এই বিদেশিনী? জিজ্ঞাসা করায় তিনি বলেন, আমি প্রথমে ভেবেছিলাম ও জীবন সম্পর্কে কিছুই জানে না। ও একেবারে বদ্ধ উন্মাদ। আবার এও মনে হয়েছিল, আমি কি এতটাই স্মার্ট যে আমার প্রেমে পড়া যায়? আমার কি ওর সঙ্গে সম্পর্কে থাকা উচিত?
🔜রঘু আরও বলেন, রোডিজ-এ আমাকে দেখে অনেকেই ভাবেন আমি হয়তো মানুষকে চিনতে এবং বুঝতে পারি। ব্যাপারটা কিন্তু আদতে একেবারেই তা নয়। আমি নাটালিকে বুঝতে পারিনি। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ওর পারিবারিক কোনও সমস্যার জন্যই আমার সঙ্গে ও ঘনিষ্ঠ হতে চাইছে। (বিশেষ করে বাবার সঙ্গে) তবে পরে আমি দেখলাম ওর পরিবারের কারোর কোনও সমস্যা নেই। সবাই ভীষণ ভালো। তখন বুঝলাম হয়তো সত্যি সত্যি আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হতে চলেছে।
আরও পড়ুন:꧋ নেচেকুঁদে দমদম উৎসব জমিয়ে দিলেন মানালি, ‘একটু গায়কীতেও মন দিন’, খোঁচা নিন্দকদের
🐽প্রসঙ্গত, রঘু এবং নাটালি যখন একে অপরের কাছাকাছি আসেন তখন রঘু ডিভোর্সি, অন্যদিকে নাটালিও সদ্য ব্রেকআপ করে একটি সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিলেন। দুজনের এই একাকীত্বই অবশেষে মিলিয়ে দিয়েছিল দুজনকে।
🐎২০১৮ সালের ডিসেম্বরে মাসে দ্বিতীয় বিয়ে করেন রঘু। ২০২০ সালের প্রথম দিকে তাঁদের শিশু পুত্রকে স্বাগত জানান এই দম্পতি। শিশু এবং স্ত্রীকে নিয়ে বেশ ভালোই রয়েছেন রঘু। সঙ্গে চলছে কাজ।