👍 সইফের উপর হামলার ঘটনায় উত্তাল মায়ানগরী। এর মাঝেই মুম্বইয়ের টেলিভিশন দুনিয়া থেকে এল মন খারাপ করা খবর। মাত্র ২২ বছর বয়সে চলে গেলেন 'ধরতি পুত্র নন্দিনী' ধারাবাহিকে কাজ করা টিভি ইন্ডাস্ট্রির তরুণ মুখ আমান জয়সওয়াল। 'ধরতি পুত্র নন্দিনী'র লেখক ধীরজ মিশ্র এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আমানের। অভিনেতার বাইকের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয় এবং দুর্ঘটনায় অকালেই চলে গেলেন আমান।
♚ধীরজ ইন্ডিয়া টুডেকে জানান, আমান একটি অডিশন দিতে যাচ্ছিলেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন, ‘তুমি আমাদের স্মৃতিতে বেঁচে থাকবে, ঈশ্বর কতটা নিষ্ঠুর হতে পারেন, আজ তোমার মৃত্যু আমাদের উপলব্ধি করিয়েছে। বিদায়’। দুর্ঘটনার পরপরই আমানকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও আধ ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় অভিনেতার। এই মৃত্যুর খবর এখনও মেনে নিতে পারছে না তরুণ অভিনেতার ভক্তরা।
আমানের কেরিয়ার
ꦍশুরুর আগে নিভে গেল আমানের কেরিয়ার! উত্তরপ্রদেশের বালিয়ার ছেলে আমান। তিনি ধরতি পুত্র নন্দিনী মেগায় প্রধান চরিত্রে অভিনয় করতেন। সিরিয়ালে রামায়ণের সীতা খ্যাত দীপিকা চিখলিয়ার ছেলের ভূমিকায় অভিনয় করেছেন আমান। গত অক্টোবরেই এই শো শেষ হয়। নজর টিভি-তে সম্প্রচারিত হত এই মেগা সিরিয়াল। সোনি টিভির-র পুণ্যশ্লোক অহল্যাবাঈ শোতে যশবন্ত রাও ফানসের ভূমিকায় অভিনয় করেছিলেন। ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত এই শো সম্প্রচারিত হয়েছে। আমান একজন মডেল হিসাবে তার কর্মজীবন শুরু করেছিলেন এবং রবি দুবে এবং সরগুন মেহতার জনপ্রিয় শো উডারিয়াঁ-রও অংশ ছিলেন।
𒀰নতুন স্বপ্ন, নতুন আশা নিয়ে ২০২৫-কে স্বাগত জানিয়েছিলেন আমান। ৩১শে ডিসেম্বরই সোশ্যাল মিডিয়ায় শেষ পোস্টটি করেন অভিনেতা। যা দেখে চোখে জল অনুরাগীদের।