෴ ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল এবং সোশ্যাল মিডিয়া প্রভাবশালী ধনশ্রী ভার্মার বিবাহ বিচ্ছেদ নিয়ে বেশ কয়েক মাস ধরে আলোচনা চলছিল। কিন্তু এবার ধনশ্রীর আইনজীবী জানালেন যে তারকা দম্পতির বিবাহ বিচ্ছেদ এখনও চূড়ান্ত হয়নি। কী বললেন তিনি?
💜শুক্রবার ধনশ্রীর আইনজীবী অদিতি মোহন একটি বিবৃতি জারি করে লিখেছেন, বিষয়টি বর্তমানে বিচারাধীন। সংবাদ মাধ্যমের রিপোর্ট করার আগে সত্য মিথ্যা যাচাই করা উচিত। ডিভোর্স নিয়ে প্রচুর বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, কিন্তু এই বিবাহ বিচ্ছেদ এখনও চূড়ান্ত হয়নি।
আরও পড়ুন: 𓂃ভারতীয় সিনেমা অনুরাগের ছবি দেখার অভিজ্ঞতাই নষ্ট করে দিয়েছে? হঠাৎ কেন এমন বললেন পরিচালক?
ꦜ২০২০ সালের ডিসেম্বর মাসে একে অপরের সঙ্গে পথ চলা শুরু করেছিলেন যুজবেন্দ্র এবং ধনশ্রী। কিন্তু কিছু মাস আগেই তাঁরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছিলেন তাঁরা ডিভোর্সের পথে হাঁটছেন। কোর্টকে দুজনেই জানিয়েছিলেন তাঁরা নিজের সম্মতিতে বিবাহ বিচ্ছেদ চাইছেন। ১৮ মাস ধরে আলাদা থাকার পর কোনও রূপ সমস্যা তৈরি না করে বিবাহ বিচ্ছেদের প্রতি হাটতে চান তাঁরা, এমনটাই জানিয়ে ছিলেন তারকা দম্পতি।
🎃বৃহস্পতিবার নিজ নিজ Instagram অ্যাকাউন্টে একটি করে পোস্ট শেয়ার করেন তাঁরা। ধনশ্রী ছবি পোস্ট করে লেখেন, স্ট্রেসড থেকে ব্লেসড। ঈশ্বর উদ্বেগকে আশীর্বাদে পরিণত করেছেন। দুশ্চিন্তা না করে আপনার সমস্ত কিছু নিয়ে আপনি নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করুন, সবকিছুর জন্য প্রার্থনা করুন।
💜যুজবেন্দ্র একটি পোস্ট শেয়ার করে লেখেন, আমি যতবার ভেবেছি তার থেকে অনেক বেশি ঈশ্বর আমাকে রক্ষা করেছেন। ঈশ্বরের কাছে আমি চির কৃতজ্ঞ। অনেক সময় ঈশ্বর আমাকে এমনভাবে উদ্ধার করেন যা আমি নিজেও কল্পনা করতে পারি না। আমিন।
আরও পড়ুন: 𒁃দোল উৎসব নিয়ে আপত্তিকর মন্তব্য? 'ধর্মীয় ভাবাবেগকে আঘাত'করায় ফারাহ খানের নামে দায়ের FIR
আরও পড়ুন: 🎶পরিচালনা না করলেও কাকাবাবু টিমকে ভিডিয়োয় শুভেচ্ছা বার্তা সৃজিতের! কী বললেন প্রসেনজিৎকে?
🃏ধনশ্রী এবং যুজবেন্দ্রর পোস্ট দেখে যখন তোলপাড় সোশ্যাল মিডিয়া, ঠিক তখনই শোনা গিয়েছিল চাহালের থেকে ভার্মা ৬০০ কোটি টাকা চেয়েছেন। কিন্তু এই গুজবকে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে ভার্মার পরিবারের তরফ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, এইরকম ভিত্তিহীন প্রচারের জন্য আমরা ভীষণভাবে ক্ষুব্ধ।
💖তাঁরা আরও লেখেন, আমাদের তরফ থেকে কোনওরকম টাকা চাওয়া হয়নি। এইরকম দায়িত্বজ্ঞানহীন খবর শুধু একটা মানুষকে না তার গোটা পরিবারকে টেনে আনে। মিডিয়াকে ভুল তথ্য ছড়ানোর আগে সংযম এবং সত্য নিরীক্ষণ এবং অনুশীলন করার আবেদন জানাই।