২০২৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। যার নিটফল ২০২৫ মরশুমের প্রথম ম্যাচই ঘরের মাঠে খেলতে নামছে কেকেআর। আর ২০২৫ সালের আইপিএলের শুরুতেই কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) লড়াই বিরাট কোহলিদের সঙ্গে। নিঃসন্দেহে এবার আইপিএলের শুরুতেই ব্লকবাস্টার ম্যাচ হতে চলেছে। আইপিএলের গ্রুপ লিগের শেষ ম্যাচেও কলকাতা খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ𝐆্ধে। অর্থাৎ, বিরাট কোꩲহলিদের বিরুদ্ধে দু’বার খেলতে নামবে কেকেআর। এর আগে ২০০৮ সালে আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা-বেঙ্গালুরু।
২২ মার্চ কেকেআর-আরসি൩বি ম্যাচ দিয়েই ২০২৫ আইপিএল অভিয🌸ান শুরু হবে। এর পরে মার্চের শেষ সপ্তাহেই রাজস্থান রয়্যালস এবং মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কলকাতার দলটি। প্রথম ম্যাচটি ঘরের মাঠে খেলতে হলেও, পরের দু'টি অ্যাওয়ে ম্যাচ রিঙ্কু সিংদের। প্রসঙ্গত, শুধু বেঙ্গালুরু নয়, মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ এবং পঞ্জাব কিংসের বিরুদ্ধে দু’টি করে ম্যাচ খেলবে কেকেআর। মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাট টাইটান্স, লখনউ সুপার জায়ান্টস ও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কেকেআর একটি করেই ম্যাচ খেলবে।
আরও পড়ুন: এটা সত্যিই কঠিন… রান-আউট বিতর্ক নিয়ে ♕MI কোচ মুখ খুলতেই আগুনে ঘৃতাহুতি
এক ঝলকে দেখে নিন, আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সূচি:
২২ মার্চ- বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্💝গালুরু, ক🍸লকাতা
২৬ মার্চ- বনাম রাজস্থান রয়্যালস, গুয়াহাটি
৩১ মার্চ- বনাম মুম্বই ইন্ডিয়ান্স, মুম্বই
৩ এপ্রিল- বনাম সানরাইজার্স হায়দরাবাদ, কলকাতা
৬ এপ্রিল- বনাম লখনউ সুপার জায়ান্টস, কলকাতা
১১ এপ্রিল- বনাম চেন্নাই সুপার কিংস, চেন্নাই
১৫ এপ্রিল- বনাম পঞ্জাব কিংস, নিউ চণ্ডীগড়।
২১ এপ্রিল- বনাম গুজরাট টাইটান্স, কলকাতা
২৬ এপ্রিল- বনাম পঞ্জাব কিংস, কলকাতা
২৯ এপ্রিল- বনাম দিল্লি ক্যাপিটালস, দিল্লি
৪ মে- বনাম রাজস্থান রয়্যালস, কলকাতা
৭ মে- বনাম চেন্নাই সুপার কিংস, কলকাতা
১০ মে- বনাম সানরাইজার্স হায়দরাবাদ, হায়দরাবাদ
১৭ মে- বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্🌠গালুরু, বেঙ্গালুরু।
আরও পড়ুন: দরজায় কড়া নাড়ছে Champions Trophy, এই টুর্নামেন্টের ইতিহাসটা জানা আছে? কী কী রেকর💧্ড রয়েছে জানেন?
কলকাতা নাইট রাইডার্সের ফুল স্কোয়াড :
বেঙ্কটেশ আইয়ার, এনরিক নরকিয়া, কুইন্টন ডি'কক, অংকৃষ রঘুবংশী, স্পেন্সর জনসন, মইন আলি, রহ♛মানউল্লাহ গুরবাজ, বৈভব অরোরা, অজিঙ্কা রাহানে, রোভম্যান পাওয়েল, উমরান মালিক, মণীশ পাণ্ডে, অনুকূল রায়, লুভিন্থ শিশোদিয়া, মায়াঙ্ক মার্কণ্ডে, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, হর্ষিত রানা, রমনদীপ সিং।
২০২৪ সালের আইপিএলের কেকেআরের পারফরম্যান্স
গতবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছিল। গ্রুপ প𓃲র্বে তারা ১৪টি ম্যাচের মধ্যে ৯টিতে জিতে শীর্ষস্থানে শেষ করেছিল। এর পর ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে তারা ২০২৪ আইপিএলে চ্যাম্পিয়ন হয়।