🎀 আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে বিনোদিনী একটি নটীর উপাখ্যান। ইতিমধ্যেই এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। এবার জানা গেল ছবিটি ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকেও আমন্ত্রণ পেয়েছে।
কী জানা গেল?
ꦅএদিন বিনোদিনী একটি নটীর উপাখ্যান ছবিটির টিম ডাক পেয়ে গিয়েছিল ন্যাশনাল স্কুল অব ড্রামায়। ছবির টিম থেকে গিয়েছিলেন পর্দার বিনোদিনী দাসী অর্থাৎ রুক্মিণী মৈত্র এবং এই ছবির পরিচালক রামকমল মুখোপাধ্যায়। তাঁদের সেখানে গিয়ে ছবি নিয়ে একটি আলোচনায় যেমন যোগ দিতে দেখা গিয়েছে, তেমনি সেখান থেকে একাধিক ছবি প্রকাশ্যে এসেছে।
🙈এদিন দেব এই ছবিগুলো তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, 'ভীষণ ভীষণ খুশি এবং গর্বিত যে আমাদের ছবি বিনোদিনী আজ ইতিহাস তৈরি করল। এটাই প্রথম বাংলা ছবি যেটা দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামায় আমন্ত্রণ পেয়েছিল। আমাদের এবং বাংলা ছবির জন্য এটা একটা গর্বের মুহূর্ত।'
ꩵএই বিষয়ে বলে রাখা ভালো, রুক্মিণী মৈত্র কিছুদিন আগে ডাক পেয়েছিলেন আশুতোষ গোয়ারিকরের থেকে। মুম্বইয়ে তাঁর অফিসে গিয়ে দেখাও করেন অভিনেত্রী। সেই অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি এদিন লেখেন, 'এই দিনটি আমার কাছে ভীষণ বড় একটা দিন। আশুতোষ গোয়ারিকর নিজে ফোন করে আমায় ডেকেছিলেন তাঁর অফিসে। আমাদের বিনোদিনীর প্রথম কাট দেখার পর তিনি তাঁর মুম্বইয়ের অফিসে আমায় ডেকে পাঠান। আর বলাই বাহুল্য আমি বহু অভিনেতার স্বপ্ন বাঁচছি এখন। সেই অফিস, সেই মানুষ এবং সেই নম্রতা। আমরা কথা বললাম, পারফরমেন্স নিয়ে নোট নিলাম। এবং অবশ্যই জীবন নিয়ে।' আশুতোষ গোয়ারিকর বিনোদিনী একটি নটীর উপাখ্যান ছবিটি নিয়ে জানিয়েছেন, 'রুক্মিণী মৈত্র বিনোদিনী জির চরিত্রটি দারুণ ভাবে ফুটিয়ে তুলেছেন। ওঁকে দেখতেও দারুণ লাগছে, দারুণ নেচেছে। দারুণ পারফর্ম করেছে। এই ছবিটি ভারতীয় নাট্য জগতকে এক দুর্দান্ত শ্রদ্ধা জানানো হল এবং অবশ্যই তাঁর হিরোদের। বিনোদিনীর জন্য অনেক শুভেচ্ছ রইল।'
🀅এই বিষয়ে জানিয়ে রাখা ভালো এই ছবিটির প্রযোজনার দায়িত্ব প্রমোদ ফিল্মসের সঙ্গে দেবের দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড সামলেছে। ফলে একদিকে যখন তাঁর খাদান বক্স অফিস কাঁপাচ্ছে তখন আরেকদিকে বিনোদিনী দর্শকদের নজর কাড়ার জন্য যে একেবারে প্রস্তুত হয়ে রয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না।
বিনোদিনী একটি নটীর উপাখ্যান ছবিটি প্রসঙ্গে
𓃲আগামী ২৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে বিনোদিনী একটি নটীর উপাখ্যান। ছবিটির পরিচালনা করেছেন রাম কমল মুখোপাধ্যায়। ছবির প্রযোজনার দায়িত্ব সামলেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড।