🃏 ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর চলতি সপ্তাহে মানসী ঘোষ কী পারফর্ম করবেন সেটার ঝলক এদিন প্রকাশ্যে আনা হল। সেখানেই দেখা গেল তাঁর গান শুনে কান্নায় ভেঙে পড়েছেন শ্রেয়া ঘোষাল। আবেগঘন হয়ে পড়েছেন বাদশাও।
আরও পড়ুন: 🌳আগে জেহর ঘরে ঢুকে তাকে বন্দি বানানোর চেষ্টা করে আততায়ী? চায় ১ কোটি টাকা মুক্তিপণ?
আরও পড়ুন:✱ 'রক্তাক্ত অবস্থাতেও তৈমুরের হাত ধরে সিংহের মতো হাসপাতালে ঢোকেন' সইফ
কী ঘটেছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫ তে?
🌺এদিন সোনি চ্যানেলের তরফে যে ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর মঞ্চে পারফর্ম করছেন মানসী ঘোষ। তিনি ইতিমধ্যেই তাঁর গায়কী দিয়ে মন কেড়েছেন সবার। ললিত পণ্ডিতের ছবিতে করে ফেলেছেন প্লেব্যাকও। এদিন সেই জনপ্রিয় প্রতিযোগীকে ভাই বোনের সম্পর্কের দারুণ জনপ্রিয় গান তেরা মুঝসে হ্যায় পহেলে কা নাতা কোই গানটি গাইতে শোনা যায়। আর তাঁর সেই গান শুনে কেঁদে ফেলেন শ্রেয়া ঘোষাল। আবেগঘন হয়ে পড়েন বাদশাও। তিনি উঠে গিয়ে জড়িয়ে ধরেন মানসীকে।
♐অন্যদিকে এদিন মানসীর বাড়ির লোকজন উপস্থিত থাকবেন। তাঁর গান শুনে তাঁর বাড়ির লোকজন কান্নায় ভেঙে পড়বেন। কারণ মানসী মাত্র ৮ মাস ২৫ দিন আগেই তাঁর ভাইকে হারিয়েছেন। সেই স্মৃতি মনে করেন কেঁদে ফেলবেন প্রতিযোগীও। তিনি এদিন বলেন, ‘আমরা যেখানে আছি আমার ভাই সেখান থেকে অনেক ভালো জায়গায় আছে। ও দেবদূত ছিল, তাই ও আর আমাদের সঙ্গে নেই। আমার ভাই সবার থেকে সেরা এই দুনিয়ায়।’ মানসীর গান শুনে এদিন শ্রেয়া ঘোষাল বলেন, 'তোমার ভাই তোমায় নিয়ে গর্বিত।'
ইন্ডিয়ান আইডল সিজন ১৫ প্রসঙ্গে
🥂প্রসঙ্গত ২৬ অক্টোবর থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫। এই শোটি প্রতি শনিবার এবং রবিবার রাত ৯ টা থেকে সোনি চ্যানেলে দেখা যাচ্ছে। বিচারকের আসনে আছেন শ্রেয়া ঘোষাল, বাদশা এবং বিশাল দাদলানি।
মানসীর প্লেব্যাক
💖ললিত পণ্ডিতের আসন্ন ছবিটির নাম মান্নু কেয়া করোগে। এই ছবিতেই একটি গান গেয়েছেন শান। আর তাঁর সঙ্গে সেই গানেই মহিলা কণ্ঠ হিসেবে শোনা যাবে মানসীর গলা। রেকর্ডিং হয়ে গিয়েছে সেই গানটির।