চলতি বিজয় হাজারে ট্রফিতে ফের বল হাতে চমক দেখালেন বরুণ চক্রবর্তী। রাজস্থানের বিরুদ্ধে প্রি-কোয়ার্টারে নাগালের বাইরে বেরিয়ে যেতে চলা ম্যাচে তামিলনাড়ুকে অ্যাডভান্টেজ এনে দেন কেকেআরের তারকা স্পꦓিনার।
ভদোদরায়🐷 টস জেতেন তামিলনাড়ুর ক্যাপ্টেন সাই কিশোর। তিনি শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান রাজস্থ🔥ানকে। শুরুতেই ওপেনার সচিন যাদবের (৪) উইকেট হারিয়ে বসে রাজস্থান। তবে প্রাথমিক ধাক্কা সামলে দলকে শক্তি ভিতে বসিয়ে দেন অভিজিৎ তোমর ও ক্যাপ্টেন মহীপাল লোমরোর।
দ্বিতীয় উইকেটের জুটিতে অভিজিৎ ও মহীপাল ১৬০ রান যোগ করেন। অভিজিৎ ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৬১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ব্যক্তিগত শতরানের গণ্ডি টপকান ১০৭ বলে। সাহায্য নেন ১১টি চার ও ৪টি ছক্কার। শেষমেশ ১২৫ বলে ১১১ রান করে আউট হন অভিজিৎ। তিনি সাকুল্যে ১২টꦏি চার ও ৪টি ছক্কা মারেন।
মহীপাল ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ৪৯ বলে ৬০ রান করে ক্রিজ ছাড়েন। সাহায্য নেন ৩টি চার ও ৪টি ছক্কার। রাজস্থান একসময় ১ উইকেটে ১৮৪ রান তুলে ফেলে। সেখান থেকে তারা ৪৭.৩ ওভারে অল-আউট হ🐲য়ে যায় ২৬৭ রানে। বরুণ চক্রবর্তীর ঘূর্ণিতে ধসে পড়ে রাজস্থানের প্রতিরোধ।
দীপক হুডা ৮ বলে ৭ রান করেন। মারেন ১টඣি চার। ২৮ বলে ৩৫ রান করেন কার্তিক শর্মা। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন। ২০ বলে ১৫ রান করেন সমরপ্রীত যোশী। তিনি ১টি বাউন্ডারি মারেন। মানব সুতার ১ রান করে সাজঘরে ফেরেন।
ফের ৫ উইকেট বরুণ চক্রবর্তীর
বরুণ চক্রবর্তী ৯ ওভারে ৫২ রান খরচ করে ৫টি উইকেট দখল করেন।🐈 চলতি বিজয় হাজারে ট্রফিতে এই নিয়ে মোট দু'বার ইনিংসে ৫ উইকেট নেন বরুণ। এর আগে মিজোরামের বিরুদ্ধে লিগ ম্যাচে মাত্র ৯ রান খরচ করে ৫টি উইকেট দখল করেন তিনিܫ। বরুণ বিজয় হাজারে ট্রফির গ্রুপ লিগে ৫টি ম্যাচে মেঠে নেমে মোট ১৩টি উইকেট নেন। এবার প্রি-কোয়ার্টারে সংগ্রহ করেন আরও ৫টি উইকেট। সুতরাং, টুর্নামেন্টের ৬ ম্যাচে মোট ১৮টি উইকেট সংগ্রহ করলেন তিনি।
আরও পড়ুন:- ২৩ জানুয়ারি দেখা যাবে! রোহিত൩-কোহলিদের ডেট-লাইন জানিয়ে দিলেন গাভাসকর, নাহলে…?
রাজস্থানের বিরুদ্ধে প্রি-𒆙কোয়ার্টারে ১০ ওভারে ৪৯ রান খরচ করে ২টি উইকেট নেন সাই কিশোর। সন্দীপ ওয়ারিয়র ৩৮ রানে ২টি উইকেট নেন। ৩১ রানে ১ উইকেট দখল করেন ত্রিলোক নাগ।