টি-২০ ক্রিকেটে জয়ের জন্য ১৭৫ রানের টার্গেট এমন কিছু বড় নয়। তার উপর টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সামনে এমন টার্গেট ঝুলিয়ে দেয় এমন একটি দল, যারা সংশ্লিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে চারবার মাঠে নেমে চারবারই হেরেছে। সুতরাং, বৃহস্পতিবার এসএ-২০ লিগের নতুন মরশুমের প্রথম ম্যাচে এমআইয়ের জয় নিশ্চিত দেখাচ্ছিল না ইনিংসের বিরতিতেও। তবে সানরাইজার্স ইস্টার্ন কেপকে সস্তায় গুটিয়ে এমআইয়🔯ের বোলাররাই প্রথম๊ ম্যাচে জয় এনে দেন দলকে।
বৃহস্পতিবার কেবেরহায় এসএ-২০'র উদ্বোধনী ম্যাচে সম্মুখসমরে নামে এমআই কেপ টাউন ও সানরাইজার্স ইস্টার্ন কেপ। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে এমআই। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৭৪ রান সংগ্রহ করে। অর্থাৎ, জয়ের জন্য সানরাইজার্সের লক্ষ্যমাত্র꧒া দাঁড়ায় ১৭৫ রানের।
পালটা ব্যাট করতে নেমে সানরাইজার্স ট্রেন্ট বোল্টের প্রথম ওভারেই ২টি বাউন্ডারির সাহায্যে ১১ রান তুলে ফেলে। দ্বিতীয় ওভারে মোটে ৩ রান খরচ করেন আজমতউল্লাহ ওমরজাই। প্রথম ওভারে রান খরচ করলেও বোল্টের উপর আস্থা রাখেন এমআই দলনায়ক রশিদ খান। তিনি তৃতীয় ওভারে পুনরায় বল করতে পাঠান 🌳কিউয়ি পেসারকে। তৃতীয় ওভারে বল করতে এসে বোল্ট সানরাইজার্স শিবিরে যে ধাক্কা দেন, তা সামলে ওঠা সম্ভব হয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পক্ষে।
তৃতীয় ওভারে কোনও রান খরচ না ⛄করে একজোড়া উইকেট তুলে নেন ট্রেন্ট বোল্ট। তাঁর এই ডাবল উইকেট-মেডেন ওভার থেকেই ম্যাচের রাশ চলে যায় এমআইয়ের হাতে। তৃতীয় ওভারের প্রথম চারটি বলে জ্যাক ক্রলিকে কোনও রান সংগ্রহ করতে দেননি বোল্ট। ওভারের পঞ্চম বলে ক্রলিকে বোল্ড করে সাজঘরের রাস্তা দেখান ট্রেন্ট। শেষ বলে বোল্ডের হাতেই ফিরতি ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন সদ্য ক্ꦗরিজে আসা টম অ্যাবেল।
সুতরাং, ব্যকꦬ্তিগত হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে যান বোল্ট। যদিও পঞ্চম ওভারে পুনরায় বল করতে এসে উইকেট পাননি তিনি। সেই ওভারে ৫ রান খরচ করেন বোল্ট। তিনি পাওয়ার প্লে-র মধ্যে ৩ ওভার বল করে ১টি মেডেন-সহ ১৬ রানের বিনিময়ে ২টি উইকেট সংগ্রহ করেন।
পরে ডেলানো পটগিয়েটার বল হাতে নিয়ে ধস নামান সানরাইজার্স শিবিরে। তিনি ৩ ♏ওভারে মাত্র ১০ রান খরচ করে ৫টি উইকেট দখল করেন। সানরাইজার্স ১৫ ওভারে মাত্র ৭৭ রানে অল-আউট হয়ে যায়। ৯৭ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে এমআই। যদিও বোল্টকে টপকে এক্ষেত্রে ম্যাচের সেরা হন ডেলানো। সানরাইজার্সের কোমর ভেঙেও নায়কের স্বীকৃতি মেলেনি বোল্টের।