অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে বিস্ফোরক দাবি নোভাক জোকোভিচের। ২৪টি গ্র্যান্ড স্ল্যামজয়ী টেনিস তারকার দাবি ঘিরে হইচই পড়ে গিয়েছে টে🔯নিস বিশ্বে। সার্বিয়ান তারকা জানান যে, তিন বছর আগে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে মেলবোর্নে যাওয়ার পরে তাঁর খাবারে বিষ মেশানো হয়েছিল।
করোনাকালে টিকা না নিয়ে ছোটখাটো বিতর্ক তৈরি করেছিলেন জকোভিচ। তিনি কোন♛ওভাবেই তাড়াহুড়োয় তৈরি ভ্যাকসিন নিতে রাজি হননি। ফলে ২০২২ সালে তাঁকে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়। জোকার মেলবোর্নে পা দিলে তাঁকে কার্যত অনুপ্রবেশকারীদের মতো ꦕআটক করে রাখা হয়। স্থানীয় হোটেলে কোয়ারান্টাইনে রাখার সময়কার ঘটনা নিয়ে এতদিন পরে মুখ খুললেন জকোভিচ।
উল্লেখ্য, ভিসা সংক্রান্ত মামলায় পরিস্থিতি শেষমেশ জকোভিচের পক্ষে যায়নি। ফলে অস্ট্রেলিয়ান ওপেন না খেলেই তাঁকে দেশে ফিরতে হয়। জকোভিচ জানান যে, সেই সময় যে হোটেলে ꦐতাঁকে আটকে রাখা হয়েছিল, সেখানকার খাবারে বিশ মেশানো হয়েছিল। সেই খাবারে উচ্চ মাত্রায় সীসা ও পারদ ছিল।
জোকার আরও জানান, হো𝓡টেলের খাবার খেয়ে তিনি অসুস্থ বোধ করছিলেন। দেশে ফিরে জানতে পারেন কারণ। তাঁর শরীরে বড় মাত্রায় সীসা ও পারদের উপস্থিতি টের পাওয়া যায়।
বৃহস্পতিবার জিকিউ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎ🐽কারে ৩৭ বছর বয়সী জকোভিচ বলেন, ‘কয়েক বছর আগে যেমন ছিল, ꦦআজও আমার অবস্থান ঠিক তেমনই আছে। আমি ভ্যাকসিনের পক্ষে নই। তবে আমি ভ্যাক্সিন বিরোধী নই। আপনার এবং আপনার শরীরের জন্য কোনটি সঠিক তা বেছে নেওয়ার স্বাধীনতার পক্ষে আমি। সুতরাং যখন কেউ আমার শরীরের জন্য আমার কী নেওয়া উচিত তা বেছে নেওয়ার অধিকার কেড়ে নেয়, তখন আমি মনে করি না যে এটি সঠিক।’
জকোভিচ অস্ট্রেলিয়া থেকে বহিষ্কৃত হওয়ার পর স্পেনে ফিরে যাওয়ার জন্য একটি ব্যক্তিগত বিমানে ওঠেন। সেই সময় তাঁর পরিবারের সদস্যরা ছিলেন স্পেনে। যদিও মাঝপথেই সেই বিমান 🍌সার্বিয়ার দিকে ঘুরিয়ে দেওয়া হয়। কেননা তাঁদের কাছে তথ্য ছিল যে, যদি স্পেনে যেতেন, তাহলে অস্ট্রেলিয়ার মতো একই অভিজ্ঞতার মুখে পড়তে হতো জকোভিচকে।
জকোভিচ বলেন, ‘বাড়ি ফিরে আ🐲মার কিছু শারীরিক সমস্যা দেখা দেয়। আমি বুঝꦐতে পেরেছিলাম যে মেলবোর্নের সেই হোটেলে আমাকে এমন কিছু খাবার খাওয়ানো হয়েছিল, যা বিষাক্ত ছিল।’
তিনি আরও বলেন, ‘সার্বিয়ায় ফিরে আসাᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚর পরে সব কিছু বুঝতে পারি। আমি এই নিয়ে প্রকাশ্যে কাউকে কিছু বলিনি, তবে আমার শরীরে উচ্চ মাত্রায় সীসা এবং পারদ ধরা পড়ে।’ জকোভিচের কাছে স্পষ্ট করে জানতে চাওয়া হয় যে, খাবার🐲ের মাধ্যমেই সেটা শরীরে ঢুকেছিল কিনা। জবাবে জোকার বলেন যে, ‘সেটাই ছিল একমাত্র রাস্তা।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।