চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর মাত্র এক মাস বাকি। তার আগে আচমকা বাংলাদেশের সহকারী কোচের পদ থেকে ইস্তফা দিলেন নিক পোথাস। ২০২৩ সালের এপ্রিলে তাঁকে নিয়োগ করা হয়েছিল। ২০২৬ সাল পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। তবে পারিবারিক কারণে মাঝপথেই সেই দায়িত🥂্ব থেকে সরে দাঁড়ালেন এই দক্ষিণ আফ্রিকান কোচ। বিসিবির ক্রিকেট অপারেশন ইনচার্জ শাহরিয়ার নাফিস আজ বিষয়টি নিশ্চিত করেছেন। পোথাস শেষবার বাংলাদেশ দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে কাজ করেছিলেন। ডিসেম্বরে সফর শেষেই তিনি নাকি বিসিবিকে নিজের সিদ্ধান্ত জ🏅ানিয়ে দিয়েছিলেন বলে জানান নাফিস। তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সফরের পরই ও জানিয়েছিল যে সে আর কাজ করবে না। পারিবারিক সমস্যাকে কারণ দেখিয়েছে সে।’
সহকারী কোচের পদ ছাড়ার বিষয়টা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান নিক পোথাস। তিনি লিখেছেন, ‘সব ভালো কিছুর মতো এটারও সমাপ্তি হতেই হতো। বিসিবিতে কিছু অসাধারণ মানুষের সঙ্গে দুর্দান্ত সময় কাটিয়েছি। আমার চলার পথে অনেক রেক𓆏র্ড ভেঙেছি, ইতিহাস গড়েছি এবং কিছু অসাধারণ স্মৃতিও গড়েছি। এখন বাড়ি ফিরে কিছু ভালো সময় কাটানোর অপেক্ষা। দেখা যাক পরবর্তী অধ্যায়ে কী𓄧 রয়েছে। বাংলাদেশ ক্রিকেটের সকলের জন্য সামনের রোমাঞ্চকর একটি বছরের জন্য আমার শুভকামনা রইল। আমি সকলকে খুব মিস করব।’
উল্লেখ্য, পোথাস বাংলাদেশ দলে চন্ডিকা হাথুরুসিংহের সহকারী হিসেবে যোগ দিয়েছিলেন। ভারতের বিরুদ্ধে হারের পর গত অক্টোবরে শ্রীলঙ্কা🃏ন এই কোচের সঙ্গে চুক্তি বাতিল করে বিসিবি। তবে নিজের কাজ চালিয়ে যান পোথাস। এর আগে ওয়েস্ট ইন্ডিজ (২০১৮-১৯) ও শ্রীলঙ্কা দলের (২০১৭-১৮) প্রধান কোচের দায়িত্ব সামলেছেন পোথাস। বাংলাদেশ দলে যোগ দেওয়ার আগে হ্যাম্প🐼শায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের উইকেটকিপিং কোচ ছিলেন তিনি।
ক্রিকেটার হিসাবে একজন উইকেটকিপার-ব্যাটসম্যান ছিলেন পোথাস। ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে ৩টি ওয়ানডে খেলেছিলেন তিনি। হ্যাম্পশায়ারের হয়ে দীর্ঘদিন কাউন্টি ক্রিকেট খেলেছিলেন পোথাস। তিনি মোট ২১৮টি প্রথম শ্রেণির ম্যাচে ১১৪৩৮ রান করেছিলেন, সেঞ্চুরি করেছিলেন ২৪টি। এই মুহূর্তে বাংলাদেশ দলের নতুন সহকারী কোচ কে হবে তা এখনও জানানো হয়নি। ২০ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করবে বাংলাদেশ। ২৪ ফেব্রুয়ারি দ্বিতী💞য় ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। ২৭ ফেব্রুয়ারি গ্রুপের শেষ ম্যাচে টাইগাররা মুখোমুখি হবে পাকিস্তানের।