মৃত্যুর মুখে থেকে ফিরে আসার অভিজ্ঞতা শোনালেন ভারতের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন কোচ ডব্লিউভি রমনꦅ। নিজের এক হ্যান্ডেলে তিনি জানান, জানুয়ারির প্রথম সপ্তাহ নাগাদ ভাইরাল ইনফেকশন হয়েছিল তাঁর, যেই কারণে মৃত্যুও পর্যন্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে এই মুহূর্তে তিনি সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন তামিলনাড়ুর হয়ে প্রতিনিধিত্ব করেছেন রমন। ভারতের হয়ে টেস্ট এবং একদিনের ক্রিকেট মিলিয়ে ৩৮টি ম্যাচ খেলেছিলেন তিনি। এক হাজারের উপর রান রয়েছে তাঁর। রমন জানিয়েছেন যে ওষুধের জেরে তাঁর শরীরে সংক্রমণ দেখা দিয়েছিল। এমনকী হাসপাতালে যাওয়ার সময় গাড়িতে তাঁর বুকে চাপ অনুভব হচ্ছিল।
বিষয়টি নিয়ে নিজেই এক্স হ্যান্ডেলে লিখেছেন প্রাক্তন ক্রিকেটার ডব্লিউভি রমন। তিনি উল্লেখ করেছেন, ‘গত মঙ্গলবার আমার একটি ভাইরাল সংক্রমণ꧟ হয়েছিল। যেই কারণে আমি আমার ডাক্তারের সঙ্গে পরামর্শ করা শুরু করেছিলাম। তিনি কয়েকটি ওষুধ লিখে দিয়েছিলেন। এক ঘণ্টা পরে আমি খাবার খাওয়ার পর সেগুলি খেয়েছিলাম। দুই ঘণ্টা পরে আমি লক্ষ্য করলাম আমার শরীরে গোটা গোটা মতো কীসব বেরিয়েছে।’ পরিস্থিতি খারাপ বুঝে হাসপাতালের উদ্দেশে রওনা হন রমন। তিনি লিখেছেন, ‘আমি এরকম অবস্থা দেখে ডাক্তারকে ফোন করি। তিনি আমায় হাসপাতালে যাওয়ার পরামর্শ দিলেন। সেখানে গিয়ে অ্যালার্জির ইনজেকশন নিতে বললেন। মুখে রক্তের স্বাদ অনুভব করছিলাম। আমি আর দেরি না করে তাড়াতাড়ি হাসপাতালে যাই।’
রমন সকলকে অ্যালার্জি নিয়ে সচেতন থাকতে বলেছেন। বিষয়টি নিয়ে অবহেলা করতে না করেছেন তিনি। তিনি লিখেছেন, ‘হাসপাতাল বাড়ি থেকে প্রায় ৩ কিমি দূরে ছিল। গাড়িতে যেতে যেতে অস্বস্তি অনুভব করছিলাম। বুকের মধ্যে চাপ অনুভব করছিলাম। এরকম অবস্থায় হাসপাতালে পৌঁছাই। সেখানে ডাক্তার সঙ্গে সঙ্গে আমায় ইনজেকশন দেন। যখন এসব প্রক্রিয়া চলছে আমার শরীর আরও খারাপ লাগতে শুরু করে। সেই সময় কয়েক মুহূর্তের জন্য আমার চারপাশ অন্ধকার হয়ে গিয়েছিল। ৪৫-৬০ সেকেন্ডের জন্য মনে হল মৃত্যুকে দেখতে পাচ্ছি। এটা অ্যালার্জির কারণে হয়েছিল। এখন ভালো আছি। কেউ অ্যালার্জি🐬 থাকলে অবহেলা করবেন না। নিজের পরিবার, বন্ধু, ডাক্তারকে জানিয়ে রাখবেন আপনার কোনও কিছুতে অ্যালার্জি রয়েছে কিনা। ’