সইফ-করিনার বাড়িতে ডাকাতি এবং অভিনেতার উপর হামলার ঘটনায় রবিবার সামনে এল বিস্ফোরক তথ্য। এদিন সাত সকালে সংবাদ সম্মে✤লন করে মুম্বাই পুলিশ জানাল, বলিউড অভিনেতা সাইফ আলি খান হামলার ঘটনায় মূল অভিযুক্ত বাংলাদেশের নাগরিক। তাকে এদিন কাকভোরে বান্দ্রা থেকে ৩০ বছর বয়সী মহম্𝐆মদ শরিফুল ইসলাম শেহজাদ গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।
মুম্বই পুলিশ জানিয়েছে, সাইফ আলি খানের হামলাকারী ভারতে ঢোকার পর নাম বদলে বিজয় দাস রেখেছিল। জোন ৯ এর ডিসিপি দীক্ষিত গেদাম জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশি এবং অবৈধভাবে ভারতে প্রবেশꦕের পর সে নিজের নাম পরিবর্তন করে। তিনি নিজের বর্তমানে বিজয় দাস হিসাবে নিজেকে পরিচয় দিয়েছেন। ৫-৬ মাস আগে মুম্বই আসেন তিনি। তিনি কিছুদিন মুম্বাইয়ে ছিলেন এবং তারপরে মুম্বাইয়ের আশেপাশে ছিলেন। অভিযুক্ত একটি হাউসকিপিং এজেন্সিতে কাজ করতেন’। অভিযুক্তর কাজ থেকে মিলেছে ভুয়ো নথিপত্র। ভারতীয় নাগরিক হওয়ার পরিচয় দেখাতে পারেনি সে।
প𓆏্রাথমিক তদন্তে পুলিশের ধারণা ডাকাতির উদ্দেশ্য নিয়েই সইফিনার বাড়িতে ঢুকেছিল সে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুলিশকর্তা জানান, প্রথমবারই বান্দ্রার ওই বহুতলে প্রবেশ করে শরিফুল🅘।
গত ১৬ জানুয়ারি রাত ২টো নাগাদ সইফিনার বাড়িতে ঢুকে পরে এক দুষ্কৃতী। তখন ঘ🌞ুমোচ্ছিলেন অভিনেতা। ছেলের ঘর থেকে আওয়াজ শুনে উঠে পড়েন তিনি। এরপর সেই ‘হিংস্র’ দুষ্কৃতীকে আটকাতে গেলে ৬ বার ছুরি দিয়ে সইফের উপর কোপ মারে সে।
মহম্মদ শরিফুল ইসলাম শেহজাদের ৩০ বছর। সে ডাকাতির উদ্দেশ্যে বাড়িতে ঢুকেছিᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚল। তাঁকে আদালতে হাজির করে রবিবরাই পুলিশি হেফাজত দাবি করা হবে। পুলিশের কথায়, ‘ওর কাছে কোনও ভারতীয় নথি নেই। যা কিছু বাজেয়াপ্ত করা হয়েছে যা ইঙ্গিত করে সে বাংলাদেশি নাগরিক ... বিজয় দাস ছদ্মনাম ব্যবহার করত সে’।
'সতগুরু শরণ' ভবনের ১২ তলায় থাকেন অভিনেতা। পুলিশ জানিয়েছে, সইফ আলি খান, তাঁর স্ত্রী কারিনা কাপুর এবং তাদের দুই ছেলে চার বছরের জেহ ও আট বছ💜র বয়সী তৈমুর তাদের পাঁচ গৃহকর্মীকে নিয়ে বাড়িতে ছিলে সইফ। হ𝔉ামলার পর সইফ অটো করে লীলাবতি হাসপাতালে পৌঁছান। রক্তেভেজা সইফকে নিয়ে হাসপাতালে গিয়েছিল তৈমুর। হেঁটেই হাসপাতালে ঢোকেন সইফ।
লীলাবতি হাসপাতালে অস্ত্রোপচারের পর একদিন আইসিইউ-তে রাখা হয়েছিল তাঁকে। এখন জেনারেল বেডে স্থানান্তিরত করা হয়েছে। অভ🐓িনেতা বিপদমুক্ত। দু-এক দিনের মধ্য়েই হাসপাতাল থেকে ছাড়া পাবেন সইফ।