মালদায় ভারত - বাংলাদেশ সীমান্তে ফের হামলা চালাল সীমান্তপারের দস্যুরা। যা প্রতিহত করতে যথাযোগ্য জবাব দিয়েছে বিএসএফ ও ভারতীয় নাগরিকরাও। শনিবার দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় মালদার বৈষ্ণবনগরে শুকদেবপুর সীমান্ত। বাংলাদেশী দস্যুদের ভা🌜রতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ রুখতে শেষে কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয় বিএসএফকে।
মালদার শুকদেবপুর সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বিএসএফকে লাগাতার বাধা দিয়ে আসছে বিজিবি। এই নিয়ে ডিসেম্বর মাসে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে সীমান্তে। দিন কয়েক পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকার পর শনিবার সকাল থেকে নতুন করে উত্তেজনা ছড়ায়🎐 সেখানে। লাঠি, হাঁসুয়াসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে কাঁটাতারহীন এলাকা দিয়ে ভারত ভূখণ্ডে হামলা চালানোর চেষ্টা করে বাংলাদেশি জঙ্গি, দস্🐻যু ও রোহিঙ্গারা। অভিযোগ, স্থানীয়দের ক্ষেতের ফসল লুঠপাট করে তারা। কেটে দেয় একের পর এক আম গাছ। পালটা প্রতিরোধ গড়ে তোলেন ভারতীয় গ্রামবাসীরাও। খবর পেয়ে এলাকায় পৌঁছয় প্রচুর বিএসএফ জওয়ান। দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়। ভারতীয়দের লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে বাংলাদেশি দস্যুরা। তাদের ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। তবে তাতেও পিছু হঠেননি গ্রামবাসীরা। অবশেষে বাংলাদেশি দস্যুদের পিছু হঠাতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় বিএসএফ। শেষ খবর পাওয়া পর্যন্ত সীমান্তে ব্যাপক উত্তেজনা রয়েছে।
শুকদ🌃েবপুর সীমান্তে বিএসএফকে কাঁটাতারের বেড়া দিতে লাগাতার বাধা দিচ্ছে বিজিবি। এমনকী বেড়া দেওয়ার কাজ করতে গেলে ভারতীয় শ্রমিকদের গুলি করে দেওয়ার হুমকি দেয় বাংলাদেশি বাহিনী। প্রাথমিকভাবে বাংলাদেশ বাহিনীর এই আচরণকে প্ররোচনা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের অনুমান, ভারতের তরফে কোনও পালটা পদক্ষেপ করা হলেই তাকে হাতিয়ার করে লোক ক্ষেপানো শুরু করবে ইউনুস সরকার।