Hindustan Times
Bangla

যেন রাজরানি! কার দেওয়া শাড়ি পরে আইবুড়ো ভাত খেল শ্বেতা? হবু শাশুড়ি কী দিল?

অবশেষে হাজির সেই প্রতীক্ষিত দিন, রবিবার বৈদিক মতে সাত পাকে বাঁধা পড়বেন শ্বেতা-রুবেল

বিয়ের আগের দিন মায়ের হাতে আইবুড়ো ভাত খেয়েছেন শ্বেত, তাঁর পরনে ছিল গোলাপি অসম মালবেরি সিল্কের শাড়ি

সুদীপার এই শাড়িতে মুগ্ধ অনুরাগীরা। তাঁকে ঠিক রাজরানির মতো দেখাচ্ছিল। জানেন বিয়েতে বিশেষ উপহার হিসাবে এই শাড়িতে কে দিয়েছেন নায়িকাকে

শ্বেতার জন্য এই শাড়িটি পাঠিয়েছেন সুদীপা চট্টোপাধ্যায়, তাঁরই বুটিকের শাড়ি এটি

বিয়ের আগে শাশুড়ির থেকেও দামী উপহার পেয়েছেন শ্বেতা, জানেন সেটি কী?

গত মাসে আর্শীবাদের সময় শ্বেতার হাতে একটি সোনার বালা পরিয়ে দিয়েছিলেন রুবেলের মা

আর্শীবাদের পর হাত ফাঁকা রাখতে নেই, তাই শ্যুটিং ফ্লোরেও শ্বেতা খোলেননি সেই সোনার চুড়ি

রুবেলের গায়ে হলুদ মিটেছে শনিবারই, ওদিকে রুবেলের নামের মেহেন্দি হাতে লাগিয়ে অপেক্ষায় শ্বেতা

৮ বছর পুরোনো সবুজ শাড়িতে মেহেন্দির রাতে ঝলমলে শ্বেতা, তাঁর গায়ে হলুদের লুকের অপেক্ষা! 

caco88