By
Published 15 Jan, 2025
Hindustan Times
Bangla
কচ্ছের রণ বেড়াতে গিয়েছিলেন নভ্যা নভেলি নন্দা। সেখান থেকেই একগুচ্ছ ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
কচ্ছের রণ, গুজরাটের এই মরভূমি এলাকা থকে নভ্যার পোস্ট করা ছবিগুলি দেখলে মুগ্ধ হতে হয় বৈকি।
এখন প্রশ্ন অমিতাভ-জয়ার নাতনি নভ্যা কি কচ্ছের রণ-এ একা বেড়াতে গিয়েছিলেন?
আজ্ঞে নাহ, নভ্যার একা যাননি। তাঁর সঙ্গে কচ্ছের রণ-এ বেড়াতে গিয়েছিলেন তাঁর দিদিমা জয়া ও মা শ্বেতা বচ্চন নন্দা।
যদিও নভ্যা শুরুতে কচ্ছের রণে তোলা নিজের ছবিগুলিই পোস্ট করেছিলেন। আর তাতেই মেয়ের উপর বেশ রেগে যান শ্বেতা।
মেয়ের পোস্টের নিচে কমেন্টে শ্বেতা লেখেন, 'আমি জানতে চাইছি, তুমি কি একা গিয়েছ?’
মা শ্বেতার কথার উত্তরে শুধুই হাসির ইমোজি দেন নভ্যা।
পরে অবশ্য শ্বেতাকে শান্ত করতে নভ্যা ইনস্টাস্টোরিতে মা ও দিদার সঙ্গে ছবি পোস্ট করেন।
কচ্ছের রণ অঞ্চলটি গুজরাতের কচ্ছ জেলায় অবস্থিত। মরুভূমিটি প্রায় ১০,০০০ বর্গমিটারের এলাকা জুড়ে রয়েছে।
কচ্ছের রণের বাসিন্দাদের নাচের একটি মুহূর্তও শেয়ার করেন নভ্য়া।
আরও ওয়েবস্টোরির জন্য ক্লিক করুন…
caco88