Hindustan Times
Bangla

IPL 2024: শ্রেয়স থেকে রোহিত, হোলিতে রং মেখে ভূত আইপিএল তারকারা

কেকেআরের টিম হোটেলে শ্রেয়সের সঙ্গে রং মাখলেন গৌতম গম্ভীর।

রংয়ে কার্যত স্নান করানো হল দিল্লি ক্যাপিটালসের মুকেশ কুমার ও ডেভিড ওয়ার্নারকে।

সতীর্থদের সঙ্গে হোলির আনন্দে মাতোয়ারা দিল্লি দলনায়ক ঋষভ পন্ত।

রং মেখে সতীর্থদের সঙ্গে ছবি পৃথ্বী শ-র।

দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটারদের চেনাই দায়।

মুম্বই ইন্ডিয়ান্সের টিম হোটেলে রং মেখে ভূত রোহিত শর্মা।

স্টুয়ার্ট ব্রডের সঙ্গে হোলির আনন্দে মাতলেন আইপিএলে ধারাভাষ্য দিতে আসা স্টিভ স্মিথ।

হোলির আনন্দে মেতে উঠলেন মুম্বই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদব।

caco88