By Abhisake Koley
Published 13 Nov, 2024
Hindustan Times
Bangla
৭ ভাই-বোন ক্রিকেটার, ৫ জন খেলেছেন দেশের হয়ে- চিনে নিন বিস্ময় পরিবারকে
আয়ারল্যান্ডের মহিলা দলের কোচ এড জয়েসের পরিবারই কার্যত একটি ক্রিকেট দল।
এড জয়েস নিজে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলেছেন।
এড জয়েস ১টি টেস্ট, ৭৮টি ওয়ান ডে ও ১৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন।
এড জয়েসের দাদা অগাস্টিন জয়েস আয়ারল্যান্ডের হয়ে ১টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন।
এড জয়েসের ভাই ডমিনিক জয়েস আয়ারল্যান্ডের হয়ে তিনটি ওয়ান ডে খেলেছেন।
এড জয়েসের বোন সিসিলিয়া জয়েস আয়ারল্যান্ডের হয়ে ৫৭টি ওয়ান ডে ও ৪৩টি টি-২০ খেলেছেন।
সিসিলিয়ার যমজ বোন ইসোবেল জয়েস আয়ারল্যান্ডের হয়ে ১টি টেস্ট, ৭৯টি ওয়ান ডে ও ৫৫টি টি-২০ খেলেছেন।
এড জয়েসের দুই ভাই জনি ও ড্যামিয়েন ক্লাব ক্রিকেট খেলেছেন, তবে জাতীয় দলে সুযোগ পাননি।
এড জয়েসের মা মউরিন জয়েস একজন ক্রিকেট স্কোরার ছিলেন। তিনি আন্তর্জাতিক ক্রিকেটেও স্কোরারের ভূমিকা পালন করেছেন।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন
caco88