Updated: 17 Jan 2025, 08:27 PM IST
Laxmishree Banerjee
আবারও লোকালয়ে গজরাজের হানা। বাঁকুড়া থেকে দামোদর নদ পার করে পশ্চিম বর্ধমানের কাঁকসার জঙ্গল পথ দিয়ে অজয় নদ পেরিয়ে বীরভূমে ঢুকে পড়েছে দুই হাতি। এই মুহূর্তে তারা রয়েছে ইলামবাজার ব্লকের জয়দেব মোড় এলাকায়। হাতিদের নিয়ন্ত্রণে আনতে পরপর একাধিক ঘুমপাড়ানি গুলিও করা হয়েছে। ঘটনাস্থলে রয়েছেন বীরভূম ও বর্ধমানের বনদফতরের আধিকারিকদের পাশাপাশি ইলামবাজার থানার পুলিশও। জানা গিয়েছে যে হাতি দু' টিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হবে বাঁকুড়া জঙ্গলে।