'দিল্লির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, বিএসএফের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন', 'সীমান্তে হামলা হলে জবাব দেবে বাংলাদেশ', শনিবার গভীর রাতে এই ধরনেরই স্লোগানে মুখোরিত ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর। উল্লেখ্য, ১৮ জানুয়ারি মালদায় ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বাংলাদেশি দস্যুদের রুখে দিয়েছিল বিএসএফ। বাংলাদেশিদের অনুপ্রবেশ রুখতে সেখানে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। সংঘর্ষে বেশ কয়েকজন বাংলাদেশি জখম হন বলেও দাবি করা হয়েছে। এই আবহে বিএসএফের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা মিছিল বের করেন গভীর রাতে। প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী, গতকাল স্থানীয় সময় রাত ১১টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে থেকে মিছিল শুরু করে 'আগ্রাসনবিরোধী শিক্ষার্থীবৃন্দ' ব্যানারের অধীনে থাকা কয়েকজন পড়ুয়া। এরপর ক্যাম্পাস ঘুরে এসে উপাচার্যের বাসভবনের সামনেই একটি সংক্ষিপ্ত সভা করেন তাঁরা। এর আগে আবার স্থানীয় সময় রাত ৯টায় ঢাকার বাংলা মোটর এলাকায় মশাল মিছিল করে জাতীয় নাগরিক কমিটি। (আরও পড়ুন: আরজি কর কাণ্ডে 'স🍰ুপ্রিম নির্দেশিকা' অমান্য করছে CBI? বিস্ফোরক নির্যাতিতার মা)