রাশিয়ান সেনায় কর্মরত ১২ জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। এমনই জানালেন ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার বিদেশ মন্ত্রকের সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে জয়সওয়াল জཧানিয়েছেন, আপাতত যা জানা গিয়েছে, তাতে রাশিয়ার সেনায় মোট ১২৬ জন ভারতীয় ছিলেন। তাঁদের মধ্যে ৯৬ জন ইতিমধ্যে ফিরে এসেছেন। বাকি ১৮ জনের মধ্যে ১৬ জন কোথায় আছেন, সে বিষয়ে কোনও খবর মেলেনি। রাশিয়ার তরফে তাঁদের 'নিখোঁজ বলে চিহ্নিত করা হয়েছে।' সেইসঙ্গে তিনি বলেছেন, ‘নিখোঁজ ভারতীয়রা কোথায় আছেন, সেটা নির্ধারণ করতে আমরা রাশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। আর যাঁরা এখনও (রাশিয়ান সেনায়) আছেন, তাঁদের দ্রুত ছেড়ে দেওয়া এবং (ভারতে) ফেরত পাঠানোর বিষয়েও (যোগাযোগ বজায় রাখছি)।’
‘নিখোঁজদের’ নিয়ে বিস্তারিত তথ্য দেয়নি বিদেশ মন্ত্রক
কবে তাঁদের ফেরানো হবে, সে বিষয়ে অবশ্য কোনও সদুত্তর দিতে পারেননি ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র। তিনি শুধু জানিয়𒁏েছেন, যে ১৬ জনের হদিশ মিলছে না, তাঁদের পরিবারের সঙ্♈গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তাছাড়া আর কোনও তথ্য দিতে চাননি ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র।
আরও পড়ুন: BrahMos Deal: ভারত, রাশিয়া ও ইন্দোনেশিয়া, ব্রহ্মোস সরবরাহের চুক্তির মꦆূ𓃲ল্য নির্ধারণে একমত
আগের থেকে মৃতের সংখ্যা বেড়েছে
তারইমধ্যে রাশিয়ার সেনায় কাজ করতে গিয়ে কতজন ভারতীয়ের মৃত্যু হয়েছে, তা নিয়✨ে শুক্রবার ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র যা জানিয়েছেন, তা এতদিন যা বলা হচ্ছিল, তার থেকে বেশি। গত বছর পর্যন্ত ভারতীয় আধিকারিকরা নিশ্চিত করেছিলেন যে নয়জনে𝕴র মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয় যে কেরলের এক ব্যক্তিরও মৃত্যু হয়েছে।
কেরলের ১ জনের মৃত্যু, আহত ১ জন
তিনি জানিয়েছেন, বিনিল বাবু নামে কেরলের ৩২ বছরের যে ব্যক্তির মৃত্যু হয়েছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাঁর দেহ ফিরিয়ে আনার জন্য রাশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাস। আর কেরলের অপর যে ব্যক্তি আহত হয়েছেন, মস্কো꧂র হাসপাতালের তাঁর চিকিৎসা চলছে। তিনি বলেন, 'তাঁর সঙ্গে এবং রাশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে দূতাবাস। আমরা আশাবাদী যে চিকিৎসা হওয়ারꦰ পরে তিনি ফিরে আসবেন।'
এমনিতে নয়াদিল্লিতে রাশিয়ার দূতাবাসের তরফে দাবি করা হয়েছিল যে ২০২৪ সালের এপ্রিল থেকেই সেনায় ভারতীয় নাগরিকদের নিয়োগের প্রক্রিয়া বন্ধ হয়ে গিয়েছে। অন্যদিকে ভারতের তরফে দাবি করা হয়েছে, যে ভারতীয়দের রাশিয়ান সেনায় নিয়োগ করা হয়েছে, তাঁদের অনেককেই বিভ্রান্ত করেছে রিক্রুটমেন্ট এজেন্সির লোকজন। তাঁদের ভুল বোঝানো হয়েছে। যে ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যে মামলাও রুজু করেছে কেন্দ্রীয় তদন্তকারী 🅠সংস্থা সিবিআই।