⛎ Sail Ali Khan Attack: বান্দ্রা ওয়েস্টে নিজের বাড়িতে ছুরির হামলার শিকার হওয়ার পর হাসপাতালে ভর্তি আছেন সইফ আলি খান। প্রায় ৫ ঘণ্টা ধরে আপারেশন চলে সইফের। জটিল অপারেশনে একাধিক ডাক্তার ছিলেন। মুম্বইয়ের অন্যতম দামি বেসরকারি হাসপাতাল লীলাবতী। তারকারা সাধারণত এই হাসপাতালই বেছে নেন চিকিৎসার জন্য। তবে এবার সইফের চিকিৎসার খরচ এল সামনে। যা দেখে চোখ উঠতে পারে কপালে।
মেডিক্লেমের নথি এল সামনে:
🍷সম্প্রতি টুইটারে সামনে এল মেডিক্লেমের কিছু নথি। ফাঁস হওয়া সেই নথিতে প্রকাশ করা হয়েছে যে, সাইফ আলি খান তার চিকিৎসার জন্য মেডিক্লেম কোম্পানির কাছে ৩৫.৯৫ লাখ টাকা দাবি করেছেন। যার মধ্যে ২৫ লক্ষ টাকা ইতিমধ্যে বীমা প্রদানকারী কতৃত অনুোদন করা হয়েছে। নথিতে প্রদত্ত তথ্যের ভিত্তিতে, ৫৪ বছর বয়সী এই অভিনেতা বর্তমানে বান্দ্রার লীলাবতী হাসপাতাল ও গবেষণা কেন্দ্রের স্যুট রুমে রয়েছেন।
✅নিভা বুপা স্বাস্থ্য বীমা সংস্থা এরপর মিন্টের কাছে এই তথ্য নিশ্চিতও করেছেন। জানানো হয়, ‘হাসপাতালে তিনি ভর্তির পরে আমাদের কাছে ক্যাশলেস প্রি-অথারাইজেশন রিকোয়েস্ট পাঠানো হয়েছিল এবং আমরা চিকিৎসা শুরু করার জন্য প্রাথমিক অনুমোদন দিয়েছি।’
ꦛবলিউড অভিনেতা সাইফ আলি খানের স্বাস্থ্য বীমা দাবি ফর্মটি মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স-এ প্রকাশিত হয়েছে।
সইফের হেলথ আপডেট:
🤡মেরুদণ্ডে আটকে যাওয়া ছুরির একটি অংশ অপসারণের জন্য বৃহস্পতিবার জরুরি অস্ত্রোপচার করা হয় ৫৪ বছর বয়সী অভিনেতার উপর। এরপর শুক্রবারই তাঁকে আইসিইউ থেকে একটি বিশেষ কক্ষে স্থানান্তরিত করা হয়।
🌃লীলাবতী হাসপাতালের সিওও ডাঃ নীরজ উত্তমণি বলেন, ‘শুক্রবার দুপুরের দিকে আমরা সইফকে একটি বিশেষ ঘরে স্থানান্তরিত করি। সে বিপদের বাইরে আছে। সঙ্গে খুব চনমনেও। আশা করছি আমরা আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ডিসচার্জ করে দিতে পারব।’
ꦰলীলাবতী হাসপাতালের সিওও ডাঃ নীরজ উত্তমণি বলেন, ‘শুক্রবার দুপুরের দিকে আমরা সইফকে একটি বিশেষ ঘরে স্থানান্তরিত করি। সে বিপদের বাইরে আছে। সঙ্গে খুব চনমনেও। আশা করছি আমরা আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ডিসচার্জ করে দিতে পারব।’