সইফ আলি খানের উপর হামলার ঘটনায় অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে আসল কালপিট। জানা গিয়েছে সইফকে একাধিক ছুরির কোপ মেরেছেন যে ব্যক্তি, সে আসলে বাংলাদেশি। শনিবার কাকভোরে থানে থেকে ৩০ বছর বয়সী মহম্মদ শরিফুল ইসলাম শেহজাদ গ্রেফতার করে মুম্বই পুলিশ। এদিকে পুলিশের হাতে ধরা পড়ে জেরার মুখে বিভিন্ন সময় বিভিন্ন নামে নিজের পরিচয় দিয়েছে এই ব্যক্তি। প্রথমে সে বলে, 𒊎তার নাম বিজয় দাস। পড়ে জানা যায়, তার নাম মহম্মদ শরিফুল ইসলাম শেহজাদ। আবার সে কখনও নিজেকে মহম্মদ ইলিয়াস বলেও পরিচয় দেয়।
মুম্বই পুলিশ জানাচ্ছে, পুলিশ🅘ের চোখে ধুলো দিতে থানেতে ঘন ম্যানগ্রোভ বনে ঘাপটি মেরে ঘুমিয়েছিলেন সে। যে জায়গাটি কিনা থানে (পশ্চিম) এর হিরানন্দানি এস্টেটে টিসিএস কল সেন্টারের পিছনে মেট্রো নির্মাণস্থলের কাছে। প্রথমে সেখানকার শ্রম শিবির ছিল ওই ব্যক্তি। ম্যানগ্রোভ বনে গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ে। নিজেকে শুকনো পাতায় ঢেকে নিয়েছিল সে, ভেবেছ♐িল সেখানে তাঁকে কেউ খুঁজতে আসবে না। এদিকে পুলিশ প্রথমে থানের ওই শ্রম শিবিরে তল্লাশির পর কাউকে না পেয়ে এলাকা ছাড়ার কথা ভাবছিল, তারপরই ফের একবার এলাকা তল্লাশির সিদ্ধান্ত নেয়। আর তারপরই ধরা পড়ে ওই হামলাকারী।
আরও পড়ুন-সইফের উপর একের পর এক ছুরির কো🌠প, অবশেষে থানে থেকে গ্রেফতার অপরাধী, কে এই ব্যক্তি?