কার্তিক আরিয়ান এবং করণ জোহরে🌌র অশান্তি ঝামেলার কথা কারও অজানা নয়। দোস্তানা ২ ছবিটির কাজ চলতে চলতে মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার পর তাঁদের মধ্যে অশান্তির কথা সকলেই জেনে যান। যদিও সেসব অতীত। এখন তাঁদের মধ্যে আবারও ভালꦰো সম্পর্ক তৈরি হয়েছে। কিন্তু তাও এখনও দুজনে মধ্যে ভালোবাসা আবার ঘৃণার সম্পর্ক! হ্যাঁ, অন্তত এমনটাই জানালেন কার্তিক।
কী ঘটেছে?
সম্প্রতি একটি ইভেন্টে এসেছিলেন কার্তিক আরিয়ান। সেখানেই তিনি তাঁর অনুরাগী এবং স✅েই ইভেন্টের সঞ্চালকের সঙ্গে কথা বলছিলেন। সেই সময়ই তাঁকে করণ জোহরের একটি ছবি দেখানো হয় যেখানে তিনিও আছে। আর ছবিতে করণকে কার্তিকের কান ধরে টানতে দেখা যাচ্ছে। এই ছবিটা দেখে সবাই হাসিতে ফেটে পড়লেও কার্তিক তাঁর বাক্য হারিয়ে ফেলেন। যদিও সঙ্গে সঙ্গে আবার সামলিয়ে নেন ব্যাপারটা।
এরপরই কার্তিক আরিয়ান এই ছবির পিছনে থাকা আসলཧ গল্পটি জানান। বলেন দোস্তানা ২ ছবিটির শ্যুটিং শুরু হওয়ার ঠিক আগেই এই ছবিটি তোলা হয়েছে। কার্তিক বলেন, 'এটা নিয়ে আর কী বলি! আমার মনে হয় আমাদের তিক্ত মধুর সম্পর্ক। আর সেটা এই ছবিতে বেশ ভালো ভাবে ধরা পড়েছে।' তিনি এদিন আরও বলেন, ' এই ছবিটা তখন তোলা যখন আমাদের প্রথম ছবি যেটা হওয়ার কথা ছিল কখনও সেটা সাইন করেছিলাম। সেই সময় তোলা হয়েছিল এই ছবিটি। আমার মনে হয় ও জানত যে,... তাই আগে থেকে এই ছবিটাꦆ তুলে রেখেছিল।'
যদিও দোস্তানা ২🐻 ছবিটি আর হয়নি। তবে তাঁরা দুজন আগামীতে অন্য একটি ছবিতে একসঙ্গে কাজ করতে চলেছেন। তাঁদের সেই আগামী ছবির নাম তু মেরি ম্যায় তেরা তু মের๊ি। এই ছবিটির পরিচালনা করছেন সমীর বিদ্বান। ধর্মা প্রোডাকশনের প্রযোজনায় আসছে ছবিটি। ২০২৬ সালে মুক্তি পাবে এটি।
আরও পড়ুন: সইফের আক্রমণকারীর ছবিতে ছয়লাপ মুম্বই শহর! পোস্🃏টার টাঙিয়ে কী লিখল পুলিশ?
কার্তিক এদিন এই ইভেন্টে জানান যে এই ছবিটি হবেই। দোস্তানা ২ এর মতো মাঝপথে বন্ধ হবে না। কার্তিকের হাতে এছাড়া আশিকি ৩ আছে। সেই ছবির পরিচালন🎀া করবেন অনুরাগ বসু।