🌞 ডেজার্ট ভাইপার্সের বিরুদ্ধে হার দিয়ে এবছর ইন্টারন্যাশনাল লিগ টি-২০ অভিযান শুরু করে আবু ধাবি নাইট রাইডার্স। পরে শারজা ওয়ারিয়র্জকে হারিয়ে পয়েন্টের খাতা খোলেন সুনীল নারিনরা। এবার নিজেদেরে তৃতীয় লিগ ম্যাচে ফের ডেজার্ট ভাইপার্সের কাছে হারতে হল নাইট রাইডার্সকে। অর্থাৎ, স্যাম কারানের নেতৃত্বাধীন ভাইপার্সর কাছে দুই লেগেই হারের মুখ দেখতে হল আন্দ্রে রাসেলদের।
♔ শনিবার দুবাইয়ে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ডেজার্ট ভাইপার্স। তারা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৯৩ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন অ্যালেক্স হেলস। নিশ্চিত অর্ধশতরান মাঠে ফেলে আসেন ড্যান লরেন্স।
🌱 হেলস ৩৬ বলে ৫৮ রান করে মাঠ ছাড়েন। তিনি ৩টি চার ও ৪টি ছক্কা মারেন। ৩২ বলে ৪৯ রান করেন লরেন্স। তিনি ১টি চার ও ৩টি ছক্কা মারেন। ক্যাপ্টেন স্যাম কারান ২৯ বলে ৩৫ রানের কার্যকরী যোগদান রাখেন। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন।
🅘 এছাড়া ১৩ বলে ১১ রান করেন ফখর জামান। ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৯ বলে ২১ রান করেন আজম খান। ৩ বলে ৭ রান করে অপরাজিত থাকেন শেরফান রাদারফোর্ড।
🐼 নাইট রাইডার্সের হয়ে ৪ ওভারে ২৪ রান খরচ করে ২টি উইকেট নেন জেসন হোল্ডার। ১টি করে উইকেট সংগ্রহ করেন ডেভিড উইলি ও কাইল মায়ের্স। সুনীল নারিন ৪ ওভারে ৩২ রান খরচ করেন। যদিও কোনও উইকেট পাননি তিনি। বল করেননি আন্দ্রে রাসেল।
𒅌 পালটা ব্যাট করতে নেমে সুনীল নারিনের নেতৃত্বাধীন আবু ধাবি নাইট রাইডার্স ১৭.৪ ওভারে ১৪০ রানে অল-আউট হয়ে যায়। ৫৩ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করে ডেজার্ট ভাইপার্স।
𝓡 নাইট রাইডার্সের হয়ে দাপুটে হাফ-সেঞ্চুরি করেন জো ক্লার্ক। যদিও দুর্ভাগ্যজনকভাবে রান-আউট হয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। ৮টি বাউন্ডারির সাহায্যে ৩২ বলে ৫৫ রান করেন ক্লার্ক। তবে নারিনের স্ট্রেট ড্রাইভে মারা বল বোলারের হাতে লেগে নন-স্ট্রাইকার প্রান্তের স্টাম্প ভেঙে দিলে রান-আউট হতে হয় ক্লার্ককে। কেননা তিনি তখন ক্রিজের সামান্য বাইরে ছিলেন।
🌠 এছাড়া জেসন হোল্ডার ৯ বলে ২৭ রান করেন। তিনিও রান-আউট হন। হোল্ডার ৩টি চার ও ২টি ছক্কা মারেন। ফিল সল্ট ২, সুনীল নারিন ৭ ও আন্দ্রে রাসেল ৬ রান করে মাঠ ছাড়েন। কাইল মায়ের্স ২১ রানের সংক্ষিপ্ত যোগদান রাখেন। ভাইপার্সের হাসারাঙ্গা ৪ ওভারে ২২ রান খরচ করে ২টি উইকেট দখল করেন।