⛦ টস-ভাগ্য সঙ্গ দিলেও প্রথম ইনিংসের শুরুটা মোটেও ভালো হয়নি পাকিস্তানের। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মুলতান টেস্টের প্রথম দিনে পাকিস্তানের ইনিংস সামলান মহম্মদ রিজওয়ান ও সউদ শাকিল। মন্দ আলোয় তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়া প্রথম দিনে পাকিস্তান প্রাথমিক বিপর্যয় রোধ করতে সক্ষম হয়।
👍তবে দ্বিতীয় দিনে দুই সেট ব্যাটার আউট হতেই ধসে পড়ে পাকিস্তানের প্রথম ইনিংস। পাকিস্তান তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ২৩০ রানে। উল্লেখ্য, প্রথম দিনে ৪১.৩ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৪৩ রান সংগ্রহ করে পাকিস্তান। সেই অনুযায়ী দ্বিতীয় দিনে মাত্র ৮৭ রান যোগ করতেই শেষ ৬টি উইকেট হারিয়ে বসে তারা। প্রথম ইনিংসে পাকিস্তান ব্যাট করে সাকুল্যে ৬৮.৫ ওভার।
ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚপ্রথম দিনে ব্যক্তিগত ৫১ রানে অপরাজিত ছিলেন মহম্মদ রিজওয়ান। তিনি দ্বিতীয় দিনে আউট হন ব্যক্তিগত ৭১ রানে। ১৩৩ বলের ইনিংসে তিনি ৯টি চার মারেন। সউদ শাকিল প্রথম দিনে ৫৬ রানে অপরাজিত ছিলেন। তিনি দ্বিতীয় দিনে আউট হন ব্যক্তিগত ৮৪ রানে। ১৫৭ বলের লড়াকু ইনিংসে শাকিল ৬টি চার মারেন।
🌠রিজওয়ান ও শাকিল ছাড়া পাকিস্তানের আর কোনও ব্যাটার প্রথম ইনিংসে বলার মতো রান করতে পারেননি। ক্যাপ্টেন শান মাসুদ ১১ রান করেন। বাবর আজম ৮ রান করে সাজঘরে ফেরেন। মহম্মদ হুরাইরা ৬ রান করে ক্রিজ ছাড়েন। কামরান গুলাম করেন ৫ রান।
ꦏআঘা সলমন ২ রান করে ক্রিজ ছাড়েন। খাতা খুলতে পারেননি নোমান আলি। নয় নম্বরে ব্যাট করতে নেমে সাজিদ খান করেন ১৮ রান। খুররাম শেহজাদ করেন ৭ রান। শূন্য রানে নট-আউট থাকেন আবরার আহমেদ। পাকিস্তান ১৮ রান উপহার পায় অতিরিক্ত হিসেবে।
꧋প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৭ রানে ৩ উইকেট নেন জয়ডেন সিলস। ৬৯ রানে ৩ উইকেট দখল করেন জোমেল ওয়ারিকান। ৬১ রানে ২ উইকেট সংগ্রহ করেন কেভিন সিনক্লেয়ার। ৪৮ রানে ১ উইকেট নেন গুড়াকেশ মোতি। উইকেট পাননি জাস্টিন গ্রেভস। মোটে ১ ওভার বল করে উইকেটহীন থাকেন ক্যারিবিয়ান দলনায়ক ক্রেগ ব্রাথওয়েট।
💫পালটা ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজও অবশ্য প্রাথমিক বিপর্যয়ের মুখে পড়ে। তারা মাত্র ২২ রানে টপ অর্ডারের চারজন ব্যাটারের উইকেট হারিয়ে বসে। ব্রাথওয়েট ১১, মিকাইল ১, কেসি কার্টি ০ ও কাভেম হজ ৪ রান করে আউট হন। চারটি উইকেটই দখল করেন অফ-স্পিনার সাজিদ খান, যাঁর হাতে নতুন বল তুলে দেন পাক দলনায়ক শান মাসুদ।